Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

    সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান আরশে আযীমের মালিক প্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৮ সেপ্টেম্ব ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

আত্মীয়তার সম্পর্কের অবশিষ্ট মাদানী ফুল

আত্মীয়দের সাথে বিরতি দিয়ে সাক্ষাৎ করতে থাকা অর্থাৎ একদিন সাক্ষাৎ করতে গেলে আরেকদিন যাবে না, কারণ এভাবে করার দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায়বরং নিকটাত্মীয়দের সাথে প্রতি শুক্রবার বা মাসে একবার করে সাক্ষাৎ করতে থাকবে (কিতাবুদ দুরারুল হুক্কাম, /৩২৩) ó হক জায়িয বিষয়ে গোত্র পরিবারের লোকদের একতাবদ্ধ থাকা উচিত অর্থাৎ যদি আত্মীয়-স্বজন হকের উপর থাকে তবে অন্যদের সাথে মোকাবিলা এবং সত্য প্রকাশে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করা (কিতাবুদ দুরারুল হুক্কাম, /৩২৩) ó আত্মীয়-স্বজন কোনো প্রয়োজনের কথা জানালে তা প্রত্যাখ্যান করা গুনাহ যখন নিজের কোনো আত্মীয় কোনো প্রয়োজনের কথা জানায়, তখন তার প্রয়োজন পূরণ করাতা প্রত্যাখ্যান করাটাই হলো সম্পর্ক ছিন্ন করাই (কিতাবুদ দুরারুল হুক্কাম, /৩২৩) ó আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আরও তথ্য অর্জনের জন্য শায়খে ত্বরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা সাথেসাথেই ফুফির সাথে সন্ধি করে নিলো অধ্যয়ন করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد