Ikhtiyarat e Mustafa

Book Name:Ikhtiyarat e Mustafa

পরস্পর সাক্ষাত করে এবং মুসাফাহা করে আর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর উপর দরুদ শরীফ পাঠ করে,তখন তারা পৃথক হওয়ার পূর্বে তাদের উভয়ের পূর্বের পরের গোনাহ ক্ষমা করে দেওয়া হয়

(মুসনদে আবি ইয়ালা, মুসনদে আনাস ইবনে মালিক, /৯৫, হাদীস ২৯৫১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিলাদতের সুন্দর মাস রবিউল আউয়াল চলছে, এই মাসের সাথে সম্পর্ক রেখে আজ আমরা প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জীবনের একটি খুবই মহান দিক প্রিয় নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষমতাএর ব্যাপারে শুনবো যে, আল্লাহ পাক আপন প্রিয় এবং সর্বশেষ নবী  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কিরূপ ক্ষমতা প্রদান করেছেন