Book Name:Ikhtiyarat e Mustafa
কারণে আমাদের খাবার খাওয়াও একটি সাওয়াবের কাজ হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনিও দাওয়াতে ইসলামীর প্রিয় দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আশিকানে রাসূলের সাহচর্য অর্জন করে নেক কাজ করার ভাল ভাল নিয়্যত করে নিন। ফরয ইলম শিখার, প্রতিদিন নেক আমল করার এবং মাদানী কাফেলায় সফরের নিয়্যত করে নিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দু’টি বাণী লক্ষ্য করুন: (১) প্রত্যেক উত্তম আচরণই সদকা, চাই তা ধনী ব্যক্তির সাথে হোক বা ফকীর ব্যক্তির সাথে। (মাজমাউয যাওয়াইদ, কিতাবুয যাকাত, ৩/৩৩১, নাম্বার: ৪৭৫৪) (২) যে ব্যক্তি পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করলো, তার জন্য সুসংবাদ যে, আল্লাহ পাক তার বয়স বাড়িয়ে দিয়েছেন। (মুসতাদরাক, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, ৫/২১৩, হাদীস: ৭৩৩৯) ó আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এবং জাহান্নামে নিয়া যাওয়ার মতো কাজ। (বাহারে শরীয়ত, ৩/৫৫৮) ó আত্মীয়দের সাথে ভালো আচরণের নাম এটা নয় যে, সে ভালো আচরণ করলে তুমিও করবে। এই জিনিসটি তো প্রকৃতপক্ষে বিনিময় করা হলো যে, সে আপনার কাছে কোনো জিনিস পাঠিয়েছে ,আপনিও তার কাছে পাঠিয়ে দিলেন, সে আপনার এখানে আসলো, আপনিও তার ওখানে চলে গেলেন।