Farooq-e-Azam ka Ishq-e-Rasool

Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর ভালবাসাপূর্ণ ভক্তি

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের আক্বা মাওলা, আমরা সবাই তাঁর নগন্য গোলাম এবং গোলাম যতই উচ্চ মর্যাদায় পৌঁছে যাক না কেন কিন্তু মুনিবের ভালবাসা এবং তাঁর ভক্তি সর্বদা তার অন্তরে প্রতিষ্ঠিত থাকে, সে তাঁর উপকার সমূহ কখনো ভূলে যায় না, প্রত্যেকের সামনে গর্বের সহিত তার মুনিবের প্রশংসা করে এবং তাঁর গোলাম হওয়াতে খুশি অনুভব করে হযরত ফারুকে আযম
رَضِیَ اللهُ عَنْہُ একজন সত্যিকার আশিকে রাসূল, নিশ্চিত জান্নাতি এবং সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان মধ্যে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত সাহাবীয়ে রাসূল তিনি رَضِیَ اللهُ عَنْہُ হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খাদিম গোলাম হওয়াতে গর্ববোধ করতেন

    হযরত সাঈদ বিন মুসাইয়াব رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ যখন খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হন, তখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ মিম্বরে দাঁড়িয়ে বলেন: کُنْتُ مَعَ رَسُوْلِ اللهِ صَلَّی اللهُ عَلَیْہِ وَسَلَّمَ فَکُنْتُ عَبْدَہُ وَخَادِمَہُ অর্থাৎ আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় সহচর্য থেকে ফয়েয প্রাপ্ত হয়েছি, ব্যস আমি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গোলাম এবং খাদিম ছিলাম

(মুস্তাদরাক হাকেম, কিতাবুল ইলম, ১ম খন্ড, ৩৩২ পৃষ্ঠা, হাদীস ৪৪৫)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর রাসূলের গোলামীর দাবী শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না, বরং তিনি رَضِیَ اللهُ عَنْہُ নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আসলেই সত্যিকার গোলাম ছিলেন, সারা জীবন তাঁর সুন্নাতের উপর আমল করে অতিবাহিত করেছেন কিন্তু আফসোস! শত কোটি আফসোস! আমরা রাসূলের গোলামীর দাবী করি এবং এমনভাবে দাবী করতে দেখা যায়

    কিন্তু আমাদের আচার আচরন এর বিপরীত দেখা যায়। মনে রাখবেন! রাসূলের ভালবাসা শুধু এই বিষয়ের নাম নয় যে, ইজতিমায়ে যিকির ও নাত এবং জুলুসে মিলাদে উচ্চ স্বরে হেলে দুলে নাত শরীফ পড়বে, হাত উঠিয়ে জোরে জোরে শ্লোগান দিবে