Farooq-e-Azam ka Ishq-e-Rasool

Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

 

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان নিজ নিজ অবস্থানে অতুলনীয় অদ্বিতীয়, সবাই হেদায়াতের আকাশের নক্ষত্র এবং আল্লাহ পাক তাঁর হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয়, কিন্তু তাঁদের মধ্যে কেউ কেউ অপরের উপর ফযীলত প্রাপ্ত এবং সকল সাহাবীদের মধ্যে উত্তম হচ্ছেন খোলাফায়ে রাশেদিন عَلَیْہِمُ الرِّضْوَان এই খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ পহেলা মুহাররম তাঁর শাহাদত দিবস আসুন! এপ্রসঙ্গে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ইশকে রাসূল সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো

ফারুকে আযমের প্রিয় নবী হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মনতুষ্টি!

    হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বিষন্ন অবস্থায় তাঁর মেহমান খানায় অবস্থান করছিলেন। আমি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গোলামের নিকট এলাম এবং বললাম: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট আমার প্রবেশের অনুমতি প্রার্থনা করো।” সে ফিরে এসে বললো: আমি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আপনার কথা তো বলেছি, কিন্তু হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোন উত্তর প্রদান করেননি।” কিছুক্ষণ পর আমি আবার বললাম: নবী