Farooq-e-Azam ka Ishq-e-Rasool

Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের নেয়ামতকে স্মরন করাতে অন্তরে তাঁর ভালবাসা সৃষ্টি হয় (তারিখে মদীনা ইবনে আসাকির, ৩৬/৩৩৪, হাদীস ৪১৩৩) * হযরত  ওমর বিন আব্দুল আযীয رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের নেয়ামতকে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সংরক্ষন করে নাও (হিলইয়াতুল আউলিয়া, /৩৭৪, হাদীস ৭৪৫৫) * হুজ্জাতুল ইসলাম হযরত  ইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মনের কৃতজ্ঞতা হলো যে, নেয়ামতের পাশাপাশি কল্যাণ নেকীর ইচ্ছা পোষণ করা * মুখের কৃতজ্ঞতা হলো যে, এই নেয়ামতের জন্য আল্লাহ পাক হামদ সানা করা * অবশিষ্ট অঙ্গের কৃতজ্ঞতা হলো যে, আল্লাহ পাকের নেয়ামতকে আল্লাহ পাকের ইবাদতে ব্যয় করা এবং এই নেয়ামতকে আল্লাহ পাকের অবাধ্যতায় ব্যয় হওয়া থেকে বাঁচিয়ে রাখা * চোখের কৃতজ্ঞতা হলো যে, কোন মুসলমানের দোষ দেখলে, তা গোপন করা (ইহইয়াউল উলুম, কিতাবুস সবর ওয়াশ শুকর, /১০৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

* অযুর পরের দোয়া

    দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার তরবিয়্যতি হালকায় শিডিউল অনুযায়ী অযুর পরের দোয়া মুখস্ত করানো হবে দোয়াটি হলো:

اَللّٰہُمَّ اجْعَلْنِی مِنَ التَّوَّابِیْنَ وَمِنَ الْمُتَطَھِّرِیْنَ۔

    অনুবাদ: হে আল্লাহ! আমাকে অধিকহারে তাওবাকারী বানিয়ে দাও এবং আমাকে পবিত্র থাকাদের অন্তর্ভুক্ত করে দাও

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম

(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

     আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যত করে নিই

. আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো