Farooq-e-Azam ka Ishq-e-Rasool

Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

হন, যিনি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পার্শ্ব মুবারকে আরাম করছেন (আর রিয়াযুন নাদ্বিরা ফি মানাকিবিল আশরাতি, ১ম খন্ড, ২৮৫, ৪০৮, ৪১৮ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! পিতামাতা, ভাইবোন, সন্তান সন্ততি এবং ধন সম্পদের প্রতি ভালবাসা মানুষের স্বভাবতই হয়ে থাকে যদি কোন ব্যক্তি নিজের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে ভূলে তাদের ভালাবাসাকে অন্তর থেকে বের করেও দেয় তবু তার ঈমানে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না এবং তার ঈমান স্বয়ংসম্পূর্ণরূপে বহাল থাকবে, কেননা এই লোকদের মানা, অন্তরে তাদের ভালবাসা রাখা, ঈমানের জন্য আবশ্যক নয় অথচ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ঈমান আনয়ন করা, তাঁকে সম্মান করা, তাঁর প্রতি ভালবাসা পোষণ করা ঈমানের জন্য جُزْ وِلایَنْفَک (অর্থাৎ অংশ যা পৃথক করা যায় না) সুতরাং পরিপূর্ণ মুমিনের জন্য আবশ্যক যে, সকল আত্মীয় এবং জগতের সকল কিছুর চেয়ে বেশি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র সত্ত্বাই প্রিয় হওয়া

সকল কিছুর চেয়ে প্রিয়

    বুখারী শরীফের ৬৬৩২ নং হাদীস শরীফে বর্ণিত রয়েছে: হযরত আব্দুল্লাহ বিন হিশাম رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আমরা রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পাশে বসে ছিলাম। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর হাত তাঁর হাতে ধরে রেখেছিলেন। ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন:
لَاَنْتَ اَحَبُّ اِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ اِلَّا مِنْ نَفْسِي অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া সকল কিছুর চেয়েও বেশি প্রিয়।” রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ حَتّٰی اَكُونَ اَحَبَّ اِلَيْكَ مِنْ نَفْسِكَ না ওমর! ঐ দয়ালু প্রতিপালকেরর শপথ! যাঁর কুদরতের অধীন আমার প্রাণ! (তোমার ভালবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবেনা) যতক্ষন পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হবো না।” ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: وَاللّٰهِ لَاَنْتَ اَحَبُّ اِلَيَّ مِنْ نَفْسِي অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাকের শপথ! আপনি আমার নিকট আমার প্রাণের