Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
(২) যেন শবে কদর পেয়ে গেলো:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৬ জুন ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
কৃতজ্ঞতা সম্পর্কে অবশিষ্ট সুন্নাত ও আদব
* কৃতজ্ঞতা জ্ঞাপন করাতে নেয়ামতের নিরাপত্তা রয়েছে। (শুকর কি ফাযায়িল, ১২ পৃষ্ঠা) * কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ ওয়ালাদের অভ্যাস। (শুকর কি ফাযায়িল, ১২ পৃষ্ঠা) * কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো আল্লাহ পাকের অবাধ্যতাকে ছেড়ে দেয়া। (শুকর কি ফাযায়িল, ১২ পৃষ্ঠা) * নেয়ামত অর্জনে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করাতের বান্দা আযাব থেকে নিরাপদ থাকে। (সীরাতুল জিনান, ৪/৪০৬) * ইবাদত কৃতজ্ঞতা জ্ঞাপন করা ব্যতিত পরিপূর্ণ হয় না। (বায়যাবী, ১/৪৪৯, ২য় পারা, সূরা বাকারা, ১৭২ নং আয়াতের পাদটিকা) * হযরত আবু সুলাইমান ওয়াসতি