Farooq-e-Azam ka Ishq-e-Rasool

Book Name:Farooq-e-Azam ka Ishq-e-Rasool

সুন্দর ঘটনাবলী পড়তে চান তবে মাকতাবাতুল মদীনার ইশকে রাসূলের সূধা পান করানোর অনেক সুন্দর একটি কিতাব সাহাবায়ে কিরাম কা ইশকে রাসূল অবশ্যই অধ্যয়ন করুন এই কিতাবটি দাওয়াতে ইসলামীর ওয়েব সাইট www.dawateislami.net থেকেও এই কিতাবটি পড়তে পারবেন, ডাউনলোড (Download) এবং প্রিন্ট আউট (Print Out) করতে পারবেন

    অনুরূপভাবে ইশকে রাসূল ইশকে সাহাবা আহলে বাইতকে মনের মাঝে আরো বৃদ্ধি করতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন! اِنْ شَآءَ الله নেক আমলের অমূল্য সম্পদ অর্জিত হবে, গুনাহকে ঘৃণা করার মানসিকতা সৃষ্টি হবে এবং আমাদের আখিরাতও সজ্জিত হয়ে যাবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

কৃতজ্ঞতা জ্ঞাপন সম্পর্কে মাদানী ফুল!

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! কৃতজ্ঞতা সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করি: () আল্লাহ পাকের এই বিষয়টি পছন্দ যে, বান্দা প্রতিটি গ্রাস এবং প্রতিটি চুমুকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করুক (মুসলিম, কিতাবুয যিকর ওয়াদ দোয়া, ১১২২ পৃষ্ঠা, হাদীস ৬৯৩২) () তোমাদের উচিৎ, মুখকে যিকির দ্বারা এবং অন্তরকে কৃতজ্ঞতা দ্বারা সতেজ রাখা (শুয়াবুল ঈমান, বাবু ফি মুহাব্বাতিল্লাহ, /৪১৯, হাদীস ৫৯০) * কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচ্চ পর্যায়ের ইবাদত (শুকর কি ফাযায়িল, ১২ পৃষ্ঠা) * আল্লাহ পাকের নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজিব (খাযায়িনুল ইরফান, ২য় পারা, সূরা বাকারা, ১৭২ নং আয়াতের পাদটিকা) * কৃতজ্ঞতা জ্ঞাপনের তৌফিক একটি মহান সৌভাগ্য

(শুকর কি ফাযায়িল, ১২ পৃষ্ঠা)

ঘোষণা

    কৃতজ্ঞতা সম্পর্কেঅবশিষ্ট গুরুত্বপূর্ণ মাদানী ফুল তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেই মাদানী ফুল সমূহ জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد