Book Name:Qayamat Ke Din Ke Gawah
یَوْمَئِذٍ تُحَدِّثُ اَخْبَارَھَا ۙ(۴)
(পারা ৩০, সূরা যিলযাল, আয়াত ৪) কানযুল ঈমান থেকে অনুবাদ: ঐদিন সেটা তার সংবাদসমূহ বলে দেবে।
তারপর ইরশাদ করেন: তোমরা কি জানো এই জমিনের সংবাদসমূহ কি? সাহাবাগণ আরয করেন: আল্লাহ পাক ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ভালো জানেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: জমিনের সংবাদসমূহ এই যে, জমিন প্রত্যেক নরনারীর ঐ আমলের সাক্ষ্য দিবে, যা তারা তার পৃষ্ঠে করেছে। সে বলবে: এই ব্যক্তি অমুক দিন এই কর্ম করেছে আর ঐ দিন অমুক ব্যক্তি এই কর্ম করেছে, এগুলোই তার সংবাদ। (তিরমিযী, ৫৭৭, হাদীস: ২৪২৯)
রাস্তাকে আল্লাহর যিকিরের সাক্ষী বানাতেন
একজন বুযুর্গ ছিলেন, যার নাম হযরত আবুল মালীহ رَضِیَ اللهُ عَنْہُ। তাঁর অভ্যাস ছিলো যে, কোথাও যাওয়ার সময় রাস্তায় আল্লাহর যিকির করতেন। যদি কখনো যিকির করতে ভুলে যেতেন ফিরে এসে আবার ঐ রাস্তায় আল্লাহর যিকির করতেন এবং বলতেন: আমি চাই যে, আমি জমিনের যেই অংশ দিয়ে অতিক্রম করবো তা কিয়ামতের দিন আমার যিকিরের পক্ষে সাক্ষ্য দিবে। (তামবীহুল মুগতাররাইন, পৃষ্ঠা- ৮৮)
سُبْحٰنَ الله! আমাদের বুযুর্গগণের কর্মপদ্ধতি কেমন ছিলো! তাঁরা নেকীর কেমন লোভী ছিলেন...! আহ! আর অপর দিকে আমরা। আমরা উদাসীনতায় নিমজ্জিত। আফসোস! এমন নির্বোধ লোকও রয়েছে যারা সফরের সময় গুনাহে ব্যস্ত থাকে, কার, বাস, ট্রেন, জাহাজ ইত্যাদিতে সিনেমা নাটক দেখে ও গান-বাজনা শুনে টাইমপাস করে। পথ চলার সময় মোবাইলে গান শুনে বা গুনগুন করে পথ চলে। এমনই ইসলামী বোনদের চিন্তা করা উচিৎ যে, সেই জমিনকে কোন ব্যাপারে নিজের সাক্ষ্য বানাচ্ছে? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: تَحَفَّظُوْا مِنَ الْاَرْضِ অর্থাৎ জমিন থেকে বেঁচে থাকো.....! فَاِنَّہَا اُمُّکُم নিঃসন্দেহে এটা তোমাদের মূল,وَاِنَّہٗ لَیْسَ مِنْ اَحَدٍعَامِلٍ عَلَیْہَاخَیْراً وَّ شَرّاًاِلَّا هِیَ مُخْبِرَةٌ যে ব্যক্তি এই জমিনে অণু পরিমান নেকী করবে বা মন্দ করবে। কিয়ামতের দিন এই জমিন তার ব্যাপারে সাক্ষ্য দিবে। (মুজামুল কবীর, ৩ খণ্ড, পৃষ্ঠা- ২০০, হাদীস: ৪৪৬২)
(২-৩) রোজ কিয়ামতের দুই সাক্ষী: দিন ও রাত
প্রিয় ইসলামী বোনেরা! এই দিন এবং রাতও কিয়ামতের দিন আমাদের সাক্ষী হবে। আমরা দিনের আলোতে যা করেছি কিংবা রাতের অন্ধকারে যা করেছি, সে সব প্রকাশ করে দিবে। যেমনটি হাদীসে পাকে রয়েছে; আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: প্রত্যেক দিনের যখন আগমন হয় তখন তা ঘোষণা করে: হে আদম সন্তান! আমি তোমাদের কাছে নতুন সৃষ্টি, আজ তুমি আমার মাঝে যা আমল করবে কাল কিয়ামতের দিন আমি তার সাক্ষ্য দিবো। তুমি আমার মাঝে নেকী করো, যাতে আমি তোমার নেকীর সাক্ষ্য দিতে পারি। আমি