Qayamat Ke Din Ke Gawah

Book Name:Qayamat Ke Din Ke Gawah

এবং কোনো কাজে সাহায্যের প্রয়োজন হলে সে কাজে তাদের সাহায্য করা, তাদের সালাম দেয়া, তাদের সাথে সাক্ষাৎ করতে যাওয়া, তাদের সাথে ওঠাবসা করা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে আনন্দ ও দয়া সূলভ আচরণ করা। (দুরার, ১/৩২৩) * ইমাম আযম বলেন: মনে রেখ, যদি তুমি মানুষের সাথে সদাচরণ না কর তাহলে তারা তোমার শত্রু হয়ে যাবে যদিও তারা তোমার পিতামাতাই হোক না কেন। (ইমামে আযমের উপদেশ, পৃষ্ঠা ২৫) * ইমামে আযম বলেন: যখন তোমরা মানুষের সাথে সদাচরণ করবে তখন তারা তোমার পিতা-মাতার ন্যায় হয়ে যাবে যদিও তোমার এবং তার মধ্যখানে কোন আত্মীয়ের সম্পর্ক না থাকে। (ইমামে আযমের উপদেশ, পৃষ্ঠা ২৬) * আল্লাহর ওলীরা নিজেদের সাথে অসদাচরণকারীদের বরং নিজেদের প্রাণের শত্রুদের সাথেও সদাচরণ করতেন। (গীবতের ধ্বংসলীলা, পৃষ্ঠা ৩৪২) * সদাচরণ করার দ্বারা আল্লাহপাক সন্তুষ্ট হন* সদাচরণ করা মানুষের অন্তরে খুশির কারণ * সদাচরণ করার মাধ্যমে ফেরেশতারা আনন্দিত হন * সদাচরণ করার দ্বারা মুসলমানদের পক্ষ থেকে সেই ব্যক্তির প্রশংসা করা হয়। * সদাচরণ করার মাধ্যমে শয়তান বিষাদগ্রস্ত হয়। * সদাচরণ করার দ্বারা আয়ু বৃদ্ধি পায়। * সদাচরণ করার দ্বারা জীবিকায় বরকত হয় (তাম্বীহুল গাফেলীন, পৃষ্ঠা: ৭৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়ত ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত ও আদব, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল১৬৩ মাদানী ফুল হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد