Rizq Mein Izafa Ki Asbab

Book Name:Rizq Mein Izafa Ki Asbab

            আল্লাহ পাক যেন আমাদের তাঁর সন্তুষ্টিতে জীবন-যাপন করা এবং তাঁর সন্তুষ্টির মধ্যেই মৃত্যু দান করেন। হে আল্লাহ পাক, সর্বদার জন্য আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান! তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবো।

 

দারুস সুন্নাহ বিভাগের পরিচিতি

            আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর একটি অন্যতম বিভাগ হলো দারুস সুন্নাহ। আর এই শাখার দায়িত্বপ্রাপ্ত জিম্মাদারদের অধীনে আশিকানে রাসূলের সাংগঠনিক ও নৈতিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন মাদানী মারকাযে ‘দারুস সুন্নাহ’ প্রতিষ্ঠা করা হয়েছে। যাতে মাদানী মারকাযে আগত ব্যক্তিরা সহজেই ইলমে দ্বীন, সুন্নাত ও আদব এবং বিশুদ্ধভাবে কুরআনে পাকের তিলাওয়াত শিখতে পারে। তাছাড়া যে সকল আশিকানে রাসূল আল্লাহর পথে মাদানী কাফেলায় সফর করে, তাদেরকে সফরের পূর্বে সফরের আদব, সফরের সুন্নাত ও মাদানী কাফেলায় সফরের উদ্দেশ্য বর্ণনা করার মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়। এমনকি দারুস সুন্নায় মাদানী কাফেলা থেকে আসার পর তিন দিনের কার্যবিবরণীও নেওয়া হয়।

 

 

নখ কাটার সুন্নাত আদব

            প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ -এর “১০১ মাদানী ফুল” পুস্তিকা থেকে নখ কাটার কয়েকটি মাদানী ফুল শ্রবণ করি: * জুমার দিন নখ কাটা মুস্তাহাব। অবশ্য যদি বড় হয়ে যায়, তবে জুমার দিনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। (দুররে মুখতার, ৯/৬৬৮) * সদরুশ শরীয়া বদরুত তরীকা মাওলানা আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বর্ণিত আছে; যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তাকে বিপদাপদ থেকে রক্ষা করবেন এবং তিন দিন অতিরিক্ত অর্থাৎ দশদিন পর্যন্ত। অন্য বর্ণনায় এও রয়েছে: যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, তার নিকট রহমতের আগমন ঘটবে এবং গুনাহ দূরীভূত হবে।

(দুররে মুখতার, রদ্দুল মুহতার, ৯/৬৬৮)

 

ঘোষণা

            নখ কাটার অবশিষ্ট সুন্নাত ও আদব তারবিয়তি হালকায় বয়ান করা হবে। অতএব তারবিয়তি হালকায় অবশ্যই অংশগ্রহণ করবেন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد