Book Name:Rizq Mein Izafa Ki Asbab
আল্লাহ পাক যেন আমাদের তাঁর সন্তুষ্টিতে জীবন-যাপন করা এবং তাঁর সন্তুষ্টির মধ্যেই মৃত্যু দান করেন। হে আল্লাহ পাক, সর্বদার জন্য আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান! তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবো।
দারুস সুন্নাহ বিভাগের পরিচিতি
আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর একটি অন্যতম বিভাগ হলো দারুস সুন্নাহ। আর এই শাখার দায়িত্বপ্রাপ্ত জিম্মাদারদের অধীনে আশিকানে রাসূলের সাংগঠনিক ও নৈতিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন মাদানী মারকাযে ‘দারুস সুন্নাহ’ প্রতিষ্ঠা করা হয়েছে। যাতে মাদানী মারকাযে আগত ব্যক্তিরা সহজেই ইলমে দ্বীন, সুন্নাত ও আদব এবং বিশুদ্ধভাবে কুরআনে পাকের তিলাওয়াত শিখতে পারে। তাছাড়া যে সকল আশিকানে রাসূল আল্লাহর পথে মাদানী কাফেলায় সফর করে, তাদেরকে সফরের পূর্বে সফরের আদব, সফরের সুন্নাত ও মাদানী কাফেলায় সফরের উদ্দেশ্য বর্ণনা করার মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়। এমনকি দারুস সুন্নায় মাদানী কাফেলা থেকে আসার পর তিন দিনের কার্যবিবরণীও নেওয়া হয়।
নখ কাটার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ -এর “১০১ মাদানী ফুল” পুস্তিকা থেকে নখ কাটার কয়েকটি মাদানী ফুল শ্রবণ করি: * জুমার দিন নখ কাটা মুস্তাহাব। অবশ্য যদি বড় হয়ে যায়, তবে জুমার দিনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। (দুররে মুখতার, ৯/৬৬৮) * সদরুশ শরীয়া বদরুত তরীকা মাওলানা আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বর্ণিত আছে; যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তাকে বিপদাপদ থেকে রক্ষা করবেন এবং তিন দিন অতিরিক্ত অর্থাৎ দশদিন পর্যন্ত। অন্য বর্ণনায় এও রয়েছে: যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, তার নিকট রহমতের আগমন ঘটবে এবং গুনাহ দূরীভূত হবে।
(দুররে মুখতার, রদ্দুল মুহতার, ৯/৬৬৮)
নখ কাটার অবশিষ্ট সুন্নাত ও আদব তারবিয়তি হালকায় বয়ান করা হবে। অতএব তারবিয়তি হালকায় অবশ্যই অংশগ্রহণ করবেন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد