Rizq Mein Izafa Ki Asbab

Book Name:Rizq Mein Izafa Ki Asbab

পাকের ইবাদতগুজার বান্দা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাক তাকে অধিকহারে জীবিকা ও সুখ-শান্তি প্রদান করবেন। ফলে সে অনাবিল শান্তিতে জীবন-যাপন করবে এবং আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হবেন। যদি দুনিয়ায় সে কোনো বিপদের সম্মুখীনও হয়, তবে সেটি হবে তার জন্য মর্যাদা বৃদ্ধির কারণ।

(তাফসীরে সিরাতুল জিনান, পারা ১১, সূরা হুদ, ৩ নং আয়াতের পাদটীকা, ৪/৩৯৩)

 

হযরত হুদ عَلَیْہِ السَّلَام -এর সম্প্রদায়কে উপদেশ:

            পারা ১২, সূরা হুদ, ৫২নং আয়াতে আল্লাহ পাকের নবী হযরত হুদ عَلَیْہِ السَّلَام স্বীয় সম্প্রদায়কে বলেন:

یٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّکُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْکُمْ مِّدْرَارًا وَّ یَزِدْکُمْ قُوَّۃً اِلٰی قُوَّتِکُمْ وَ لَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ

(পারা ১২, সূরা হুদ, আয়াত ৫২)                  কানযুল ঈমানের অনুবাদ: এবং হে আমার সম্প্রদায়, (তোমরা) আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তাঁরই দিকে ফিরে এসো। (তিনি) তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের মধ্যে যে পরিমাণ শক্তি আছে তা অপেক্ষা আরো অধিক দেবেন। আর অপরাধ করে মুখ ফিরিয়ে নিও না।

 

            তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: যখন আ’দ সম্প্রদায় হযরত হুদ عَلَیْہِ السَّلَام-এর দাওয়াত প্রত্যাখ্যান করে তখন আল্লাহ পাক ৩ বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টি বন্ধ করে দেন এবং মহিলাদের বন্ধ্যা বানিয়ে দেন। অনাবৃষ্টি ও বন্ধ্যাত্বের কারণে পেরেশানগ্রস্ত হয়ে যখন তারা হুদ
عَلَیْہِ السَّلَام -এর নিকট আসে তখন হযরত হুদ عَلَیْہِ السَّلَام তাদের থেকে প্রতিশ্রুতি নেন এবং তিনি নিজেও প্রতিশ্রুতিবদ্ধ হন এ ব্যাপারে যে, তারা যদি আল্লাহ পাকের প্রতি ঈমান এনে তাঁর রাসূলকে সত্যায়ন করে এবং তাঁর নিকট তাওবা ও ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণের পাশাপাশি তাদের ভূখণ্ড সবুজ শ্যামল শস্য দ্বারা পরিপূর্ণ করে দিবেন এবং মহিলাদের প্রজনন ক্ষমতাও ফিরিয়ে দিবেন।

(তাফসিরে সিরাতুল জিনান, পারা ১২, সূরা হুদ, ৫২নং আয়াতের পাদটিকা, ৪/৪৫০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জীবিকায় সমৃদ্ধি লাভের দ্বিতীয় কারণ: তাকওয়া

            ২৮তম পারা সূরা তালাকের ২-৩নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَنْ یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مَخْرَجًا وَّ یَرْزُقْهُ مِنْ حَیْثُ لَا یَحْتَسِبُ ؕ وَ مَنْ یَّتَوَکَّلْ عَلَی اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ

(পারা ২৮, সূরা তালাক, আয়াত ২-৩)         কানযুল ঈমানের অনুবাদ: আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে সেখান থেকে জীবিকা দান করেন, যেখানে তার কল্পনাও ছিল না। আর যে আল্লাহর উপর ভরসা করে, তবে তিনিই তার জন্য যথেষ্ট।