Rizq Mein Izafa Ki Asbab

Book Name:Rizq Mein Izafa Ki Asbab

            প্রিয় ইসলামী ভাইয়েরা, জানা গেলো, তাকওয়া অবলম্বন করার মাধ্যমেও জীবিকা বৃদ্ধি পায়। سُبْحٰنَ الله কতইনা চমৎকার বিষয়, যারা তাকওয়া অবলম্বন করে, তাদের সেখান থেকে জীবিকা প্রদান করা হয় যা তাদের কল্পনাতেও ছিল না।

 

 

 

 

আসমান জমিনের বরকত কিভাবে অর্জিত হবে?

            তাকওয়ার অর্থ হলো: আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বেঁচে থাকা। যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহ পাককে ভয় করি, গুনাহ পরিত্যাগ করি এবং নেক কাজে লেগে যাই, তবে اِنْ شَآءَ الله আমাদের জীবিকার মধ্যেও বরকত হবে। আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ لَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَ اتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَکٰتٍ مِّنَ السَّمَآءِ وَ الْاَرْضِ

(পারা ৯, সূরা আ’রাফ, আয়াত ৯৬)         কানযুল ঈমানের অনুবাদ: আর যদি সেসব জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনতো এবং ভয় করতো, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহের দ্বারগুলো উন্মুক্ত করে দিতাম।

 

            অর্থাৎ যদি জনপদের অধিবাসীরা আল্লাহ পাক, তাঁর ফেরেশতা, তাঁর কিতাব, তাঁর রাসূল ও কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করতো, তবে অবশ্যই তাদের উপর আসমান ও জমিনের বরকতসমূহের দ্বারগুলো উন্মুক্ত করে দেয়া হতো। চারিদিক থেকে কল্যাণের জলধারা প্রবাহমান হতো, সঠিক সময়ে বৃষ্টি হতো, ভূমি থেকে ফসল উৎপাদিত হতো, জীবিকায় সমৃদ্ধি ফিরে আসতো, শান্তি ও নিরাপত্তা বিরাজ করতো এবং যেকোনো সংকটময় পরিস্থিতি থেকে সুরক্ষিত থাকতো।

(তাফসীরে সিরাতুল জিনান, পারা ১২, সূরা আ’রাফ, ৯৬ আয়াতের পাদটীকা, ৩/৩৮৬)

            জানা গেলো, তাকওয়ার বরকতে আসমানের বরকতও অর্জিত হয় এবং জমিনের বরকতও অর্জিত হয়। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার সম্পদ দান করুন। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জীবিকার মূল্যায়ন করা

            প্রিয় ইসলামী ভাইয়েরা, অহেতুক খাদ্য নষ্ট করা থেকে বিরত থেকে খাদ্যের মূল্যায়ন ও সম্মান দেখানোর মাধ্যমেও জীবিকা বৃদ্ধি পায়। আজকাল খাবারের প্রতি শ্রদ্ধা অন্তর থেকে বিলীন হয়ে যাচ্ছে। খাবারের প্রতি অনীহা ও অসম্মান দেখানোর ক্ষেত্রে আজ কোনো ঘর বাদ নেই। বাংলোতে বসবাসকারী থেকে শুরু করে কুঁড়েঘরে বসবাসকারী শ্রমিকের নাম পর্যন্ত এই তালিকায় রয়েছে। বিয়ে বাড়ি থেকে শুরু করে ঘরের থালা-বাসন ধৌত করা পর্যন্ত যে পরিমাণে ভাত, তরকারি ও খাবারের বিভিন্ন অংশ ফেলে দিয়ে নালায় ভাসিয়ে দেয়া হয়, তা আমাদের ধারণারও বাইরে। আহ, খাবারের প্রতি সম্মান যদি আমাদের অন্তরে গেঁথে যেতো এবং খাবার নষ্ট করা থেকে বিরত থাকতে পারতাম।