Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

Book Name:Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

            হযরত হাজ্জাজ বিন দিনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত হাকাম বিন হাজল ও হযরত ইমাম ইবনে সিরিন رَحْمَۃُ اللهِ عَلَیْہِمَا এর পরস্পরের মধ্যে গভীর বন্ধুত্ব ছিলো। যখন হযরত ইমাম ইবনে সিরিন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইন্তিকাল হলো তখন হযরত হাকাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই অসুস্থ হয়ে পড়লেন। সুস্থতার পর একদিন বলতে লাগলেন: আমি স্বপ্নে আমার ভাই ইমাম ইবনে সিরিন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে খুব ভালো অবস্থায় একটি প্রাসাদে দেখে জিজ্ঞাসা করলাম: হে আমার ভাই! আমি আপনাকে এমন অবস্থায় দেখছি যা দ্বারা আমি আনন্দিত হচ্ছি কিন্তু এটা বলুন যে, হযরত হাসান বসরি
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে কেমন ফয়সালা হয়েছে? বললেন: তাঁকে আমার চেয়ে ৯০টি মর্যাদা বেশি দান করা হয়েছে। আমি কারণ জিজ্ঞাসা করলে বললেন: তাঁকে এই মর্যাদা সব সময় (পরকালীন চিন্তাভাবনায়) চিন্তিত থাকার কারণে দান করা হয়েছে। (হিলয়াতুল আউলিয়া, খন্ড: ২, পৃষ্ঠা ১৫৪, নং: ১৭৮২)

            আল্লাহ পাক ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপর কোটি কোটি রহমত অবতীর্ণ করো আর তাঁর সদকায় আমাদেরকে পরকালীন চিন্তাভাবনা, খোদাভীতি, জাহান্নাম থেকে বেঁচে থাকা ও জান্নাত অর্জন করার স্পৃহা এবং কবর ও আখিরাতের প্রস্তুতি নেয়ার তাওফিক নসিব করো। আহ! যদি দুনিয়ার সমস্ত চিন্তা থেকে মুক্তি মিলে যেতো আর শুধুমাত্র মদীনার পেরেশানি নসিব হয়ে যেতো।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

নেক আমল নাম্বার ১০ এর প্রতি উৎসাহ প্রদান

            প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কিরামের ফয়েয পেতে, খোদাভীতি ও নবীপ্রেম দ্বারা ঝোলি ভর্তি করতে, গুনাহ থেকে বেঁচে থাকতে ও নেক নামাযী হওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ১২টি দ্বীনি কাজের মধ্যেও ভরপুর অংশগ্রহনের করুন! اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ নসিব হবে। মাদানী কাফেলায় সফর ও নেক আমলের উপর আমল করুন। اِنْ شَآءَ الله নেকী করার ও গুনাহ থেকে বেঁচে থাকার জন্য শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২টি নেক আমল” এমন সর্বোত্তম পদ্ধতি যার উপর আমলকারী খুব সহজেই নেকীর উপর আমল ও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, সেই “৭২টি নেক আমল” এর মধ্যে নেক আমল নাম্বার ১০ হলো: আপনি কি আজ কানের গুনাহ অর্থাৎ গীবত, গান-বাজনা, খারাপ ও অশ্লিল কথা, মোবাইলের মিউজিক্যাল টোন, কলার টোন ইত্যাদি শোনা থেকে বাঁচার চেষ্টা করেছেন?

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

স্পেশাল পারসন ডিপার্টমেন্ট

            اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী ইলমে দ্বীন প্রচার ও প্রসারে ৮০টিরও অধিক বিভাগ দ্বীনের খেদমত করে যাচ্ছে, তার মধ্য হতে একটি বিভাগ হলো “স্পেশাল পারসন ডিপার্টমেন্ট”। অন্ধ, বোবা ও বধির