Book Name:Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ
ইসলামী ভাইয়েরা ইলমে দ্বীন থেকে দূরত্বের কারণে এবং উত্তম সাহচর্য থেকে দূরে থাকার কারণে অনেক সময় প্রয়োজনীয় জ্ঞান থেকে বঞ্চিত থাকে, সমাজের এসব মানুষের মাঝে ইলমে দ্বীন ছড়িয়ে দেয়ার জন্য এই বিভাগটি অসংখ্য শহরে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় অন্ধ, বোবা ও বধির ইসলামী ভাইদের হালকা লাগিয়ে থাকে। ফযিলতময় রাতসমূহ যেমন; (বার রবিউল আউয়ালের রাত, গেয়ারভী শরীফের রাত, শবে মেরাজ, শবে বরাত ইত্যাদিতে) অনুষ্ঠিতব্য সুন্নাতে ভরা ইজতিমাসমূহ ও রমযানুল মুবারকের সম্মিলিত ইতিকাফেও তাদের সংশোধন ও প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। যাতে নিয়ম অনুযায়ী ইশারার ভাষায় নাত, বয়ান, যিকির ও দোয়ার ব্যবস্থা হয়ে থাকে এমনকি ব্রেইল (Braille) ভাষায় অন্ধ ইসলামী ভাইদের জন্য পুস্তিকাও ছাপানো হয়ে থাকে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমিরে আহলে
সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা
“১০১ মাদানী ফুল” থেকে শয়ন ও জাগরনের সুন্নাত ও আদব শ্রবণ করি: * শয়ন করার আগে
বিছানাকে ভালভাবে ঝেড়ে নিন যাতে কোন ক্ষতিকর পোকা মাকড় ইত্যাদি থাকলে বের হয়ে যায়, * শয়ন করার আগে
এ দোয়াটি পড়ে নিন: اَللّٰہُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْیٰ
অনুবাদ: হে আল্লাহ্! আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হবো। (অর্থাৎ
শয়ন করি ও জাগ্রত হই)। (বুখারী শরীফ, ৪র্থ খন্ড, পৃষ্ঠা ১৯৬, হাদীস নং-
৬৩২৫) * আসরের পর ঘুমালে স্মরণ শক্তি কমে যায়। প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি
আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়, তবে সে যেন নিজেকে তিরস্কার করে।” (মুসনাদে আবি
ইয়ালা, ৪র্থ খন্ড, ২৭৮ পৃষ্ঠা, হাদীস নং-
৪৮৯৭) * দুপুরে কায়লুলা (অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা) মুস্তাহাব। (আলমগিরী, ৫ম খন্ড, ৩৭৬ পৃষ্ঠা) সদরুস শরীয়া, হযরত আল্লামা
মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
বলেন: যথাসম্ভব এটা ঐ সমস্ত লোকদের জন্য হবে, যারা রাত জেগে
ইবাদত করে, নামায আদায় করে, আল্লাহ্ পাকের যিকির করে কিংবা কিতাব
পাঠ করে অথবা অধ্যয়নে ব্যস্ত থাকে। কেননা, রাত জাগার কারণে যে
ক্লান্তি আসে তা দূর হয়ে যাবে। (বাহারে শরীয়াত, ১৬তম অংশ, ৭৯ পৃষ্ঠা, মাকতাবাতুল
মদীনা)
* দিনের শুরুতে কিংবা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরূহ। (আলমগিরী, ৫ম খন্ড, ৩৭৬ পৃষ্ঠা) * পবিত্রাবস্থায়
ঘুমানো মুস্তাহাব এবং * কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে ডান হাত গালের
নিচে রেখে কিবলামুখী হয়ে শয়ন করুন এরপর বাম পার্শ্ব হয়ে শয়ন করুন। (প্রাগুক্ত) * শয়ন করার সময়
কবরে শয়ন করার কথা খেয়াল করুন। কেননা, সেখানে একা শয়ন করতে হবে আপন আমল ব্যতীত
কেউ সঙ্গী হবে না।
শয়ন ও জাগরনের অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং তা জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد