Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

Book Name:Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

তিনি খাবার দিবেন * যিনি বাল্যকালে (Childhood) দুধের নেয়ামত দ্বারা ধন্য করেছেন, যৌবনকালেও সেই প্রতিপালক আমাদেরকে দান করবেন, বৃদ্ধাকালেও (Old Age) তিনি দান করবেন। এজন্য আল্লাহ পাকের উপর ভরসা রাখা উচিত, নিজেদের আস্থা দৃঢ় করা প্রয়োজন, আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

وَ مَنْ  یَّتَوَکَّلْ عَلَی اللّٰہِ  فَہُوَ حَسْبُہٗ

(পারা: ২৮, সূরা তালাক, আয়াত: ৩)                       কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যে আল্লাহর উপর ভরসা করে, তবে তিনিই তার জন্য যথেষ্ট।

 

তাওয়াক্কুলের ফযিলত সম্বলিত দুটি হাদীসে মুবারাকা

            (১) মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারূকে আযম
رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনিভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, তবে তোমাদেরকে তেমনিভাবে রিযিক দেয়া হবে যেমনিভাবে পাখিদের (Birds) কে রিযিক দেয়া হয়ে থাকে, তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর বিকেলে পেঠ ভর্তি করে ফিরে আসে। (তিরমিযি, ৫৬০ পৃষ্ঠা, হাদীস: ২৩৪৪) (২) সাহাবিয়ে রাসূল হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: یَدْخُلُ الْجَنَّۃَ اَقْوَامٌ اَفْئِدَتُہُمْ مِثْلُ اَفْئِدَۃِ الطَّیْرِ অর্থাৎ জান্নাতে কিছু এমন লোক প্রবেশ করবে, যাদের অন্তর পাখিদের অন্তরের মতো হবে।

(মুসলিম, ১০৯১ পৃষ্ঠা, হাদীস: ২৮৪০)

            প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: পাখিদের অন্তরে আল্লাহ পাকের প্রতি উচ্চ পর্যায়ের তাওয়াক্কুল থাকে। তাদের অন্তরে ভয় অনেক বেশি, হিংসা বিদ্বেষ (Hate) তাদের কাছে নেই। যেই মানুষের মাঝে এই বৈশিষ্ট্য (Qualities) সৃষ্টি হয়ে যাবে তবে সে ফেরেশতা (বৈশিষ্ট্য) হয়ে যায়। (মিরাতুল মানাজিহ, / ৪৮৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উচ্চ মর্যাদার অলিয়ে কামিল

            প্রিয় ইসলামী ভাইয়েরা! বেলায়তের অনেক স্তর রয়েছে, এসবের মধ্যে সবচেয়ে উচ্চ স্তর হলো সিদ্দিকিয়ত।  اَلْحَمْدُ لِلّٰه হযরত ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِও বেলায়তের ক্ষেত্রে সিদ্দিকিয়তের মর্যাদার সমাসীন ছিলেন। বর্ণিত আছে, একবার মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়িশা সিদ্দিকা তায়্যিবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কথা শোনলেন তখন বললেন: مَنْ ہٰذَا الّذِی یَتَکلَّمُ بِکَلَامِ الصِدِّیْقِیْنَ؟ অর্থাৎ সে কে, যে সিদ্দিকিনদের ন্যায় কথা বলছে?