Book Name:Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ
অনুরূভাবে ইমাম আলী বিন হোসাইন (অর্থাৎ ইমাম যয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ) কে একবার ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি কথা শোনানো হলো, ইমাম যয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ বললেন: سُبْحٰنَ اللهِ! هٰذَا کَلَامُ الصِّدِّیق এটি তো কোন সিদ্দিকের কথা। (আদাবুল হাসানুল বসরি, ২৩ পৃষ্ঠা)
ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি ভাবগাম্ভির্য বাণী
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক বাণী যাকে ইমাম যয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ সিদ্দিকের বাণী বলেছেন, সেই সুমহান বাণীটি কি? আসুন! শুনে নিই! ইমামুল উলামা, ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: لَیْسَ الْعَجَبُ لِمَنْ ہَلَکَ کَیْفَ ہَلَکَ؟ وَ اِنَّمَا الْعَجَبُ لِمَنْ نَجَا کَیْفَ نَجَا؟ অর্থাৎ আশ্চর্য এটা নয় যে, ধ্বংসশীল কিভাবে ধ্বংস হয়ে গেলো? আশ্চর্য তো তার উপর যে মুক্তি প্রাপ্তরা কিভাবে মুক্তি পেলো?
প্রিয় ইসলামী ভাইয়েরা! মনযোগ দিন! কী
পরিমাণ চিন্তা উদ্দীপক (Thought Provoking) আর শিক্ষনীয়
বাণী। যেসব বান্দা কিয়ামতের দিন ধ্বংসে পতিত হয়েছে যাদের জন্য জাহান্নামের ফয়সালা শুনিয়ে
দেয়া হয়েছে এদের জন্য আশ্চর্য কি? জাহান্নামে যাওয়া তো অনেক সহজ
* শয়তান সব সময় মানুষকে ধোঁকা দেয়ার কাজে লেগে আছে * নফসে আম্মারার
আকাঙ্ক্ষায় ফেঁসে যাচ্ছে * নফস অলসতা (Layiness) করে * নেকী থেকে
দূরে রাখে * গুনাহে স্বাদ পায় এজন্য গুনাহে লিপ্ত হয়ে জাহান্নামের উপযুক্ত হয়ে যাওয়া
তো অনেক সহজ। হ্যাঁ! * শয়তানের সাথে যুদ্ধ করে * নফসে আম্মারাকে
পরাজিত (Dominate) করে * দুনিয়াবি, প্রবৃত্তির
চাহিদাকে ধামিয়ে রেখে * সম্পদের ভালোবাসা * দুনিয়ার ভালোবাসা
* লোভ * লালসা ইত্যাদির মতো অসংখ্য অভ্যন্তরীণ ব্যাধি (Spiritual
Diseases) এই বিষাক্ত সাপ সেগুলোর সাথে যুদ্ধ করে নেকীতে অটল থাকা কঠিন কাজ। তাই
আশ্চর্য এতে নয় যে, ধ্বংসশীল ধ্বংস কিভাবে হয়ে গেলো, আশ্চর্য তো
তার জন্য যে, মুক্তি প্রাপ্তরা কিভাবে মুক্তি পেয়ে গেলো।
মোটকথা; আশ্চর্য তো তার প্রতি নয় যে, ধ্বংসে পতিত ব্যক্তি ধ্বংসের মধ্যে কিভাবে পতিত হলো, আশ্চার্যতো তার প্রতি যে, মুক্তি প্রাপ্তরা মুক্তি কিভাবে পেয়ে গেলো।
আল্লাহ পাক আমাদেরকে নফস ও শয়তানের মোকাবেলা করার ও তাদের বিরোধিতা করে জান্নাতে যাওয়ার আমলসমূহ করতে থাকার তাওফিক দান করা। اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ও খোদাভীতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক খোদাভীতি সম্পন্ন ছিলেন। তাঁর উপর সব সময় বেদনা বিরাজ করতো, খোদাভীতির কারণে প্রায় সময় কান্না করতে থাকতেন, (মিরাতুল আসরার, ২৩২ পৃষ্ঠা, সামান্য পরিবর্তন সহকারে) আল্লামা ইবনে জাওযি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: * ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন তাশরিফ আনতেন তখন এমন মনে হতো যে, হয়তো তিনি কোন নিকটাত্মীয়কে কবরস্থ