Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

Book Name:Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

 

কূপ থেকে পানি উপড়ে পরলো

            একবার ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হজ্জের জন্য রওনা হলেন, কিছুলোকও তাঁর সাথে ছিলো, রাস্তায় কিছু লোকের পিপাসা লাগলো, পানি পান করার জন্য কূপের সন্ধান করা হলো, কূপ তো পেয়ে গেলো কিন্তু তাতে রশি বা বালতি (Bucket) ছিলো না, এখন চিন্তা ছিলো যে, কূপ থেকে পানি কিভাবে নিবে। সুতরাং পুরো ঘটনা ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে বলা হলো। তিনি বললেন: যখন আমি নামাযে লিপ্ত হবো তখন তোমরা পানি পান করে নিও। সুতরাং যখন তিনি নামাযের জন্য দাঁড়িয়ে গেলেন তখন হঠাৎ কূপ থেকে পানি স্বয়ংক্রিয়ভাবে উপড়ে পরলো আর সকলে ভালোভাবে পিপাসা (Thirst) নিবারণ করলো। এরই মধ্যে এক ব্যক্তি সাবধানতাবশত কিছু পানি কলসিতে রেখে নিলো। সে কারণে ঐ কূপের জোশ একেবারে শেষ হয়ে গেলো। এতে ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: তোমরা আল্লাহ পাকের উপর ভরসা করোনি, এটি হলো তার পরিণাম (Result)।

            অতঃপর এই হজ্জের মুবারক কাফেলা সামনে অগ্রসর হলো। ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাস্তা থেকে কিছু খেজুর তুলে নিয়ে মানুষদেরকে দিলেন, লোকেরা খেজুর খেলো, দেখলো এসব খেজুরের বিচিগুলো স্বর্ণের ছিলো। লোকেরা সেই বিচিগুলো (Seeds) বিক্রি করে খাদ্যদ্রব্য ক্রয় এবং তা থেকে কিছু সদকাও করলো। (তাযকিরাতুল আউলিয়া, ৪০ পৃষ্ঠা)

 

আস্থাহীনতার পরিণাম

            প্রিয় ইসলামী ভাইয়েরা! হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিরূপ কারামত সম্পন্ন, উচ্চ মর্যাদা সম্পন্ন অলিয়ে কামিল ছিলেন, তিনি নামাযে লিপ্ত হওয়ার বরকতে কূপ থেকে পানি স্বয়ংক্রিয়ভাবে উপড়ে পড়ে এবং হাত মুবারক লাগার বরকতে খেজুরের বিচি স্বর্ণে পরিণত হয়ে গেলো। নিশ্চয় আল্লাহ পাকের নেককার বান্দারা খুবই উচ্চ মর্যাদার অধিকারী হয়ে থাকে * আল্লাহ পাক তাঁদেরকে সুমহান শানও দান করে থাকেন * তাঁদেরকে আপন নৈকট্য দ্বারা ধন্য করেন এবং * তাঁদেরকে নিজের বিশেষ নেয়ামত দ্বারা ধন্য করে কারামতও দান করেন।

            হে আশিকানে রাসূল! এখনই আমরা যে ঘটনাটি শ্রবণ করলাম, তাতে আমাদের জন্য শেখার বরং আমলীভাবে (Practically) জীবনে বাস্তবায়ন (Implement) করার খুবই চমৎকার মাদানী ফুল রয়েছে। তা হলো দেখুন! ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কারামতে কূপ থেকে পানি স্বয়ংক্রিয়ভাবে উপড়ে পরলো কিন্তু যখনই এক ব্যক্তি সংশয় (Suspicion) প্রকাশ করলো, কিছু পানি বাঁচিয়ে রাখলো তখন কূপের পানি পুনরায় নিচে নেমে গেলো। এ থেকে প্রতীয়মান হলো: তাওয়াক্কুল (অর্থাৎ আল্লাহ পাকের উপর ভরসা) না করা মানে বঞ্চিত হওয়ার কারণ। আমাদের উচিত আল্লাহ পাকের উপর ভরসা (Trust) করা * নিজেদের আস্থা দৃঢ় করা * যেই দয়ালু প্রতিপালক সমস্ত সৃষ্টিকে রিযিক দান করছেন নিশ্চয় তিনি আমাদেরকেও দান করবেন * যিনি সকালে খাবার দিয়েছেন, রাতেও