Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

Book Name:Faizan e Imam Hasan Basri رَحمۃُ اللہِ عَلَیْہ

করে এসেছেন * এমন হয়ে থাকতেন যেনো তাঁর মাথার উপর আগুন জ্বলছে * এমনভাবে বসতেন যেনো কোন কয়েদি (Prisoner) আর এখনই তাঁর শিরচ্ছেদ করা হবে * এই অবস্থায় সকাল করতেন যেনো এখনই কিয়ামতের ভয়াবহতা দেখে এসেছেন * একবার কেউ একজন তাঁকে কেমন আছেন জিজ্ঞাসা করলে বললেন: মাঝ দরিয়ায় যার নৌকা (Boat) ডুবে যায়, সেও আমার চেয়ে ভালো অবস্থায় (Better Condition) থাকবে। জিজ্ঞাসা করলো: এমনটি কেনো? বললেন: আমি গুনাহগার বান্দা আর যা কিছু নেকী করার সৌভাগ্য হয়, তা কবুল হয়েছে নাকি আমার মুখে ছুড়ে মারা হবে, আমি জানি না। (আদাবুল হাসানিল বসরি, ২৫-২৬-২৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

পাত্র হাত থেকে কেনো ছোট?

            একবার হযরত হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে ঠান্ডা পানি দেয়া হলো। পাত্র হাতে নিতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন এবং পাত্রটি হাত থেকে নিচে পড়ে গেলো। যখন কিছুক্ষণ পর অবস্থা কিছুটা স্বাভাবিক হলো তখন লোকেরা জিজ্ঞাসা করলো: হে আবু সায়্যিদ! আপনার কি হয়েছিলো? বললেন: আমার জাহান্নামীদের সেই আর্তনাদের কথা মনে পড়ে গিয়েছিলো, যা তারা জান্নাতীদের নিকট করবে: (বেঠে কি নসিহত, ২১ পৃষ্ঠা)

اَنۡ اَفِیۡضُوۡا عَلَیۡنَا مِنَ الۡمَآءِ

(পারা: ৮, সূরা আরাফ, আয়াত: ৫০)                      কানযুল ঈমান থেকে অনুবাদ: আমাদেরকে তোমাদের পানির কিছু ছিটে-ফোঁটা দাও।

 

ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপদেশ

            হযরত আলক্বামা বিন মারছাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমরা হযরত ইমাম হাসান বসরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চেয়ে অধিক চিন্তিত কোন ব্যক্তিকেও দেখিনি, তিনি সব সময় চিন্তিত ও উদাস থাকতেন আর বলতেন: আমরা হাসি আর আমাদের এই বিষয়ে কোন খবরই নেই যে, যদি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের আমলের ব্যাপারে এটা বলে দেয়: যাও তোমাদের কোন আমলও আমি কবুল করিনি (তখন আমাদের কী অবস্থা হবে?)(উয়ুনুল হিকায়াত, (অনুবাদকৃত), খন্ড: ১, পৃষ্ঠা ৫২)

            আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চিন্তাভাবনা নসিব করো, আহ! আমরা যেনো সত্যিকার তাওবা করার, গুনাহ ছেড়ে দেয়ার, নেকী করার ও সুন্নাতে পরিপূর্ণ পবিত্রময় জীবন অতিবাহিতকারী হয়ে যাই।

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

খোদাভীতিতে চিন্তিত থাকার ফযিলত