Shan e Iman e Siddique

Book Name:Shan e Iman e Siddique

জীবিকার কোনো চিন্তাই নেই

          سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনেলেন তো হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ'র বরকতময় ঈমান কতটা নিখুঁত আর ঈমান কতটা দৃঢ় ছিল, ঘরে একটি খাদ্যকণাও রাখেন নি, সমস্ত ধন-সম্পদ গুটিয়ে আল্লাহর রাসূলের সমীপে পেশ করে দিলেন, আর বিশ্বাস, সন্তুষ্টি ও ভরসা দেখুন! বললেন: ইয়া রাসূলাল্লাহ! পরিবারের জন্য আল্লাহ ও তাঁর রাসূলই যথেষ্ট। হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ নিজেই বলেছেন: যেদিন থেকে আমি (১২ তম পারা, সূরা হুদের ) এই আয়াতটি:

وَ مَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزۡقُهَا

(পারা ১২: সূরা হুদ, আয়াত: ৬)

কানযুল ঈমানের অনুবাদ: এবং ভূ-পৃষ্ঠে বিচরণকারী কেউ এমন নেই, যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নয়।

 

পাঠ করলাম আল্লাহর শপথ! আমি জীবিকার চিন্তা ছেড়ে দিলাম

 (কিতাবুল লামআ, ১৭২ পৃষ্ঠা)

          আল্লাহ পাক আমাদেরকেও সিদ্দিক আকবর رَضِیَ اللهُ عَنْہُ ওসিলায় এমন দৃঢ় বিশ্বাস, পরিপক্ক ঈমান দান করো

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

সিদ্দীকের ঈমানের উৎকর্ষতার একটি রহস্য

          প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ একমাত্র মহান আল্লাহ পাকের অনুগ্রহ ও কৃপায় এমন নিখুঁত ঈমানে ধন্য হয়েছেন। তবে এই  দুনিয়া দারূল আসবাব তথা উপায় ভাণ্ডার, নিশ্চয়ই তাঁর পূর্ণ ঈমানের আপাত কোন কারণ থাকবে, তা কি? আলেমগণ বলেন: হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন রাসূলের দরবারে উপস্থিত হতেন, প্রতিদিন একই প্রশ্ন করতেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঈমান কাকে বলে? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঈমানের একটি স্তর বয়ান করতেন, হযরত সিদ্দিকে আকবর সেই স্তরের উপর আমল করতেন এবং পরের দিন এসে আবার একই প্রশ্ন করতেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঈমান কাকে বলে? প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঈমানের আরেকটি স্তর বয়ান করতেন, এভাবেই হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন ঈমানের একটি নতুন স্তর শিখতেন এবং সেদিনে তা অনুসরণ করতেন এবং পরের দিন একটি নতুন শিক্ষা গ্রহণ করতেন। এভাবে করতে থাকেন, প্রতিদিন জিজ্ঞেস করতে থাকেন, ঈমানের একটি করে স্তর অতিক্রম করতে থাকেন এমনকি  ঈমানের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হোন। (সাবায়ে সানাবিল, পৃষ্ঠা: ৬৮)

          سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আগ্রহ দেখুন, শখ ও স্পৃহা দেখুন, হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলাল্লাহ! ঈমান কাকে বলে এবং যা উত্তর