Book Name:Shan e Iman e Siddique
আল্লাহর শেষ নবী, রাসূল হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি, তার আনীত দ্বীনের প্রতি সবচেয়ে বেশি ঈমান স্থাপনকারী যেমন ঈমান আর কেউ আনেনি।
২৪ পারা, সূরা যুমার, ৩৩ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الَّذِیۡ جَآءَ بِالصِّدۡقِ وَ صَدَّقَ بِهٖۤ اُولٰٓئِکَ هُمُ الۡمُتَّقُوۡنَ
(পারা ২৪, সূরা যুমার, আয়াত ৩৩)
কানযুল ঈমানের অনুবাদ: আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে, তারাই হল মুত্তাকী।
মুসলমানদের চতুর্থ খলিফা, শেরে খোদা হযরত আলী মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: উক্ত আয়াতে সত্য আনয়নকারী বলতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র সত্তাকে বোঝানো হয়েছে, আর সত্যায়নকারী দ্বারা হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ কে বোঝানো হয়েছে।
(তাফসীরে কবীর, ২৪ তম পারা, সূরা যুমার, আয়াত: ৩৩, ৯/৪৫২)
সিদ্দিক আকবর বিনা দ্বিধায় ঈমান গ্রহণ করেন
হযরত আবদুল্লাহ তামীমি رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর শেষ নবী রাসূল হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, সে দ্বিধাগ্রস্ত ও সামান্য চিন্তা-ভাবনা করেছে, কিন্তু আবু বকর সিদ্দিক এমন যে, আমি যখন তাকে ইসলামের দাওয়াত দেই তখন সে বিনা দ্বিধায় এবং কোন চিন্তা-ভাবনা ব্যতীত তৎক্ষণাৎ কালেমা পাঠ করে নেয়। (তারিখে মদীনা ও দামেশক, ৩০/৪৪)
سُبْحَانَ الله এটিই হলো সিদ্দিকের ঈমানের মহিমা!!
আল্লাহ ও রাসূলের প্রতি পরিপূর্ণ ভরষা
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ 'র ঈমান কত দৃঢ় ছিল! এ প্রসঙ্গে একটি বিখ্যাত ঘটনা আছে; তাবুকের যুদ্ধ উপলক্ষ ছিল, দ্বীনের খেদমতের জন্য অর্থের প্রয়োজন ছিল, হুযুর নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দান খয়রাত করার প্রতি উৎসাহিত করেন, সাহাবায়ে কেরাম নিজেদের সামর্থ্য অনুযায়ী খোদার পথে সম্পদ উপস্থাপন করলেন, আর مَاشَآءَالله সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ তো সিদ্দিকে আকবর। তিনি বাড়িতে গেলেন, ঘরের সমস্ত আসবাবপত্র তুলে আনলেন এবং নবীর দরবারে পেশ করলেন। যখন আল্লাহর শেষ নবী রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ! পরিবারের জন্য আল্লাহ ও তাঁর রাসূলই যথেষ্ট। (তিরমিযী, কিতাবুল মানাকিব, পৃষ্ঠা: ৮৩৮, হাদীস: ৩৬৮৪)