Shan e Iman e Siddique

Book Name:Shan e Iman e Siddique

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সিদ্দিকে আকবরের মতো হয়ে যাও!

          ৩য় পারা, সূরা আলে ইমরান, ৭৯ নং আয়াতে আল্লাহ পাক ইরশান করেনন:

کُوۡنُوۡا رَبّٰنِیّٖنَ

(পারা ৩, আলে ইমরান, আয়াত ৭৯)

কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহ ওয়ালা হয়ে যাও।

          হযরত আবু আব্বাস আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِর খেদমতে প্রশ্ন করা হলো; এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কার মতো হতে আদেশ করেছেন? তিনি বললেন: এ আয়াতে নির্দেশ দেয়া হচ্ছে যে, তোমরা সিদ্দিকে আকবরের মতো হয়ে যাও! (কেননা যেমন আল্লাহ ওয়ালা হযরত সিদ্দিক আকবর رَضِیَ اللهُ عَنْہُনবীগণ عَلَیْہِم السَّلَام এরপর এমন আল্লাহ ওয়ালা আর কেউ নেই) হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এমন রব্বানী (আল্লাহর ওয়ালা), মহান আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি তাঁর এতো পূর্ণ বিশ্বাস রয়েছে যে, যুগের কোন দুর্ঘটনা এমনকি সমগ্র পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও, তার হৃদয়ে এর কোন প্রভাব পড়বে না, তাঁর অন্তরে ঈমান সম্পূর্ণ গৌরব ও মাহাত্ম্যের সাথে অবশিষ্ট থাকবে। (কিতাবুল লামা' পৃষ্ঠা: ১৬৮)

 

          سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই ব্যাখ্যা অনুযায়ী পবিত্র কুরআনে আমাদেরকে মুসলমানদের প্রথম খলিফা, খলিফাতুর রাসূল, আশিকে আকবর, সিদ্দিকে আকবর, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সেনাপতি, গুহা ও কবরের সাথী হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ এর মতো হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

          তদ্রূপ মহান আল্লাহ পাক অন্যত্রে ইরশাদ করেন:

وَّ اتَّبِعۡ سَبِیۡلَ مَنۡ اَنَابَ اِلَیَّ

(পারা ২১, সূরা লোকমান, আয়াত ১৫)

কানযুল ঈমানের অনুবাদ: আর তারই পথে চলো যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে।

 

          সুলতানুল-মুফাসসিরীন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: উক্ত আয়াতে مَنْ اَنَابَ اِلَیَّ অর্থাৎ আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী দ্বারা উদ্দেশ্য হলো হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ

(তাফসীরে বাগভী, ২১ পারা, সূরা: লোকমান, আয়াত: ১৫, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫০৯)

          আল্লাহ পাক আমাদেরকে নবীর গুহার সাথী হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ 'র পদাঙ্ক অনুসরণ, তাঁর পবিত্র চরিত্র, আলোকিত নৈতিকতা ও অনন্য অভ্যাসের ফয়যান দান করুন।

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد