Shan e Iman e Siddique

Book Name:Shan e Iman e Siddique

মাদানী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: আমি দেখলাম আমি জান্নাতে প্রবেশ করেছি, তারপর একটি দাঁড়িপাল্লা আনা হলো, তাঁর এক পাল্লায় আমাকে বসানো হলো, অপর পাল্লায় সমগ্র উম্মতকে বসানো হলো তখন আমার ওজন আমার সমগ্র উম্মতের চেয়ে ভারী ছিল, তারপর সমগ্র উম্মতকে একটি পাল্লায় বসানো হলো, আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ দ্বিতীয় পাল্লায় বসানো হলো তখন আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ'র ওজন সমস্ত উম্মতের চেয়েও ভারী ছিল।

(আল ইবানাতুল কুবরা লি ইবনে বাতা, অধ্যায়: ৪, ৬/৮১৬, হাদীস: ২৪৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই পূর্ণ ঈমান ও দৃঢ় দ্বীনদার মহান ব্যক্তি হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ তার নেতা ও ইমাম অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে কী বলেন? শুনুন! বর্ণিত আছে: মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ বলেছেন: لَوُوُزِنَ ايْمَانُ أَبِي بَكْرِ بِالْمِمَانِ أَهْلِ الْأَرْضِ لَرَجَحَ بِهِمْ অর্থাৎ আবু বকরের ঈমানকে পৃথিবীর সকল মানুষের ঈমানের সাথে ওজন করা হলে আবু বকরের ঈমানই সকলের ঈমান থেকে ভারি হবে।  (ফাযায়িলুস সাহাবা লি আহমদ, পৃষ্ঠা: ৪১৮, হাদীস: ৬৫৩) অতঃপর তিনি বললেন: ودِثُ أَنِي شَعْرَةٌ فِي صَدْرِ ابی بکر আমার বাসনা হলো: আহ! আমি যদি আবু বকর সিদ্দিকের বুকের একটি চুল হয়ে যেতাম। (মাওসুআতি 'ইবনে আবিদ দুনিয়া, ২/৫৫১)

 

          اَللهُ اَكْبَرُ! হে আশিকানে রাসূল! হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ'র ঈমানের মহিমা দেখুন, উম্মতের অত্যন্ত নিখুঁত ঈমানদার ও দৃঢ় দ্বীনের অধিকারী ব্যক্তিত্ব হযরত ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ তার বুকের একটি চুল হতে চাচ্ছেন, এখন একটু ভাবুন, আমাদের মতো পাপীদের ঈমানের সাথে সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ'র ঈমানের কিসের তুলনা...!!

"সিদ্দিক আকবর" এর অর্থ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত প্রিয় ও বিখ্যাত উপাধি হলো: সিদ্দিকে আকবর। তিনি এই উপাধি কোত্থেকে পেয়েছেন? কে দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ কে মহান আল্লাহ এই উপাধিতে ভূষিত করেন, হযরত জিব্রাইল আমিন عَلَیْہِ السَّلَام তাঁকে সিদ্দিক আকবর বলে আহ্বান করেন। হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও তাঁকে সিদ্দিক আকবরের উপাধিতে ভূষিত করেন।

          এখন জানবো যে, সিদ্দিকে আকবরের অর্থ কি? সাধারনত সিদ্দিক মানে: অনেক সত্য বাদী। কিন্তু এ স্থানে সিদ্দিকের অর্থ সত্যবাদী নয়, বরং এর অর্থ হলো: সত্যায়নকারী। সত্যায়ন কাকে বলে? দৃঢ় বিশ্বাস ও আস্থাকে সত্যায়ন বলে আর এই সত্যায়ন কী? সত্যায়ন হলো বিশ্বাস। জী হ্যাঁ! ঈমানের সংজ্ঞা হলো: هُوَ التَّصْدِيقُ بِمَا جَاءَ بِهِ مُحَمَّد অর্থাৎ মুহাম্মদ মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আনিত দ্বীনকে সত্যায়ন করাকে ঈমান বলে। (শরহে আকায়েদে নসফিয়া, পৃষ্ঠা: ২৭৩) মোটকথা: ঈমান হলো সত্যায়নের নাম আর সিদ্দিক অর্থ হলো: সত্যায়নকারী। অর্থাৎ, সিদ্দীকে আকবরের অর্থ হবে: