Book Name:Shan e Iman e Siddique
দৃঢ়ভাবে অনুসরণ করলে ঈমান শক্তিশালী হয়। যেমন, * আল্লাহর প্রতি ভালোবাসা ঈমানের একটি
শাখা * আল্লাহকে ভয় করা ঈমানের একটি শাখা * মুস্তফাকে ভালোবাসা ঈমানের একটি
শাখা * নামায আদায় করা ঈমানের একটি শাখা, আমরা যেনো
নিয়মিত নামায পড়ি * রোযা রাখা ঈমানের একটি
শাখা, রোযা রাখুন, ঈমান শক্তিশালী হবে * হজ্জ করা * যাকাত দেয়া *
দ্বীনের খেদমত করা * শুকরিয়া আদায় করা * জিহ্বাকে গুনাহ থেকে বাঁচানো * শালীনতা অবলম্বন করা * গুনাহ পরিত্যাগ করা এসবই ঈমানের শাখা,
এগুলোর উপর দৃঢ়ভাবে আমল করলে ঈমান শক্তিশালী হয়, আহ! আমরা যেন ঈমানের এই শাখাগুলোর
উপর দৃঢ়ভাবে আমলকারী হয়ে যাই, যেমন ব্যবসার, আয় ব্যয় ইত্যাদির
একটি গ্রাফ বানাই তদ্রূপ এগুলোরও একটি গ্রাফ বানানো উচিৎ, উদাহরণস্বরূপ
* দৈনিক ৫ ওয়াক্ত নামায পড়া তো ফরয, এটা তো পড়তেই
হবে * এর পাশাপাশি নফলেরও গ্রাফ বানিয়ে
নিন,
উদাহরণস্বরূপ এই মাসে ৫ ওয়াক্ত নামাযের পাশাপাশি প্রতিদিন
১০ রাকাত নফল পড়বো,অতঃপর আগামী মাস ১০ এর স্থলে ২০ রাকাত নফল পড়বো, তারপর তৃতীয়
মাসে ৩০ রাকাত * এভাবে রোযারও গ্রাফ
বানাতে পারেন * কুরআন তেলাওয়াতের * দরূদ পাঠ করার * আল্লাহর যিকির করারও বানানো যায়, আহ! আমরা যেন
আমাদের ঈমানকে দৃঢ় করতে, অন্তরে আল্লাহ ও রাসূলের ভালোবাসা বৃদ্ধির জন্য উদ্বিগ্ন হয়ে যাই।
আল্লাহ পাক শায়খ তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ কে সালামত রাখো, তিনি এই ফিতনা ফ্যাসাদের যুগে নেককার হতে ও ঈমানকে শক্তিশালী রাখতে ৭২টি নেক আমলের আকারে সর্বোত্তম উপায় দান করেছেন, এই ৭২টি নেক আমল ইসলামী ভাইদের জন্য, এছাড়াও ইসলামী বোনদের জন্য ৬৩টি নেক আমল, ছাত্রদের জন্য ৯২টি নেক আমল, ছোট সজ্ঞান শিশুদের জন্য ৪০টি নেক আমল, اَلْحَمْدُ لِلّٰه এই নেক আমল বেশিরভাগই ঈমানের ঐ শাখাগুলো সম্বলিত, যার উপর আমলের বরকতে ঈমান দৃঢ় হয়, আমরা যদি এই নেক আমলগুলোকে আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি তাহলে اِنْ شَآءَ الله চরিত্রও ভালো হয়ে যাবে, অন্তরও পবিত্র হবে এবং আল্লাহ পাক চাইলে তবে ঈমানও দৃঢ় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফীক দান করো।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ:
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবা ও আহলে বাইত এবং আউলিয়ায়ে কিরামের ফয়যান লাভ করতে, গুনাহ ছাড়তে, নেককার নামাযী হতে এবং ঈমানের নিরাপত্তা ও দৃঢ়তার চেতনা