Shan e Iman e Siddique

Book Name:Shan e Iman e Siddique

পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজেও  স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করুন, اِنْ شَآءَ الله দ্বীন ও দুনিয়ার অসংখ্য কল্যাণ নসীব হবে। যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো; সাপ্তাহিক মাদানী মুযাকারা।

          اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি শনিবার ইশার নামাযের পর মাদানী চ্যানেলে সরাসরি মাদানী মুযাকারা করে থাকেন, যাতে অসংখ্য আশিকানে রাসূল আন্তর্জাতিক মাদানী মারকায ফয়যানে মদীনায় উপস্থিত হয়ে ইলমে দ্বীনের বরকত অর্জন করে থাকে হাজারো আশিকানে রাসূল নিজের শহরে/ এলাকায় সম্মিলিতভাবে মাদানী মুযাকারা দেখার আয়োজন করে থাকে আর মাদানী চ্যানেল, সোশ্যাল মিডিয়ার (যেমন; ইউটিউব, ফেইসবুক ইত্যাদি) মাধ্যমে তো জানিনা সারা পৃথিবীতে কোথায় কোথায় দেখা হচ্ছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সদাচরণ ব্যাপারে মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন সদাচরণের ব্যাপারে কয়েকটি মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর দু'টি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: প্রতিটি সদাচরণ সদকা স্বরূপ, তা ধনীর সাথে হোক বা গরীবদের সাথে (মাজমাউয যাওয়াইদ, ৩/৩৩১, হাদীস: ৪৭৫৪) (২) ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের প্রতি ঈমান রাখে, তার উচিৎ যে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (বুখারী, ৪/১৩৬, হাদীস: ৬১৩৮) * কুরআন এবং হাদীসে আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ রয়েছে। (রূদ্দুল মুখতার, /৬৭৮) * সদাচরণের ক্ষেত্রে পিতামাতার মর্যাদা সবার উপরে। (রূদ্দুল মুখতার, /৬৭৮) * সদাচরণের বিভিন্ন রূপ রয়েছে, উপহার দেয়া এবং যদি তাদের কোন বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, তাদের সেই কাজে সাহায্য করা, তাদের সালাম দেয়া, তাদের সাথে দেখা করতে যাওয়া, তাদের পাশে বসা, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে সদয় আচরণ করা। (দুরার ১/৩২৩) * ইমামে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মনে রেখো! তুমি যদি মানুষের সাথে ভাল ব্যবহার না করো, তবে তারা তোমার শত্রু হয়ে যাবে, যদিও তারা তোমার পিতামাতা হোক না কেন।

(ইমামে আযমের উপদেশ, পৃষ্ঠা: ২৫)

 

ঘোষণা

          সদাচরণের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد