Book Name:Shan e Iman e Siddique
সাহাবীয়ে রাসূল হযরত আবদুল্লাহ ইবনে উমর رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহর শেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لووزِنَ ايْمَاتُ أَبِي بَكْرِ بِلِيمَانِ أَهْلِ الْأَرْضِ لَرَجَحَ অর্থাৎ যদি আবু বকরের ঈমানকে এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সকল মানুষের ঈমানকে অপার পাল্লায় রাখা হয় তাহলে আবু বকরের ঈমান পৃথিবীর সকল মানুষের ঈমানের চেয়েও ভারি হবে। (আল কামিল ফিদ দ্বুআফায়ির রিজাল, ৫/২১৪, নাম্বার ১০১৫)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! সিদ্দিকের ঈমানের কী অপূর্ব মহিমা। পৃথিবীর মানুষের মধ্যে সাহাবীগণ ও আছেন, তাবেয়ীগণ ও আছেন, কিয়ামত অবধি আগত উম্মতের অলীরাও আছেন, পূর্ববর্তী উম্মতের মুসলমানরাও আছেন এদের সকলের ঈমান একদিকে আর গুহার সাথী, আশিকে আকবর, হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ'র ঈমান একদিকে, তাদের সবার ঈমান একটি দাঁড়িপাল্লায় রেখে হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ'র ঈমানের সাথে ওজন করলে, আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ'র ঈমান বেশি ভারি হবে।
যখন সিদ্দিকের ঈমান পাল্লায় ওজন করা হলো....!
প্রিয় ইসলামী ভাইয়েরা! একটি হলো শুধু জ্ঞান, আরেকটি হলো অভিজ্ঞতা, দুটির মধ্যে বড় ব্যবধান রয়েছে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি বলল: মধু মিষ্টি। কিন্তু অবস্থা এমন যে, সে জীবনে কখনো মধু খায়নি, কোনো কিতাবে পড়েছে বা মানুষের কাছে শুনেছে যে, মধু মিষ্টি। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি যে নিজে মধু খেয়েছে, সেও বলে: মধু মিষ্টি। এখন উভয়ের কথাই সত্য, মধু সত্যিই মিষ্টি, কিন্তু উভয়ের কথার মধ্যে পার্থক্য রয়েছে, প্রথমজন শুধু শুনা কথা বলছে, দ্বিতীয়জন বলছে তার অভিজ্ঞতার আলোকে, উভয়ের আত্মবিশ্বাসে, উভয়ের সত্য বলার মাঝে অনেক পার্থক্য রয়েছে।
উৎসর্গ হোন! আমার মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم 'র শুধুমাত্র বাণীর অবস্থা এই যে, মুস্তফার মুখ থেকে যা বের হয় তা পাথরের ওপর খুঁদাই হয়ে যায়, পৃথিবী উলটপালট হতে পারে, পৃথিবী উপরে আকাশ নীচে হতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী পরিবর্তন হতে পারেনা।
হে আশিকানে রাষূল! এখন অনুমান করুন! যার বাণীর অবস্থা এই যে, এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই তার অভিজ্ঞতার অবস্থা কিরূপ হবে।
এখন শুনুন! আমাদের প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যা বলেছেন, لووزِنَ ايْمَاتُ أَبِي بَكْرِ مع ايمَانِ أَهْلِ الْأَرْضِ لَرَجَحَ ''আবু বকরের ঈমানকে পৃথিবীর সমস্ত মানুষের ঈমানের সাথে ওজন করা হলে আবু বকরের ঈমান ভারি হবে।'' (আল কামিল ফিদ দ্বুআফায়ির রিজাল, ৫/২১৪, নাম্বার ১০১৫) এই কথাটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেবল তাঁর জ্ঞান থেকেই বলেননি, বরং যথারীতি এর অভিজ্ঞতাও করেছেন, হ্যাঁ! হাদীস শরীফ শুনুন! আল্লাহর শেষ নবী, রাসূলে হাশিমী, মক্কী