Tilawat e Quran Ki Barkatain

Book Name:Tilawat e Quran Ki Barkatain

প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইশাদ করেন: যতক্ষণ পর্যন্ত তোমারদের মন চায় কুরআন পাঠ করতে থাকো, অতঃপর যখন এদিক সেদিক মন যায় তখন উঠে যাও (সহীহ বুখারী, কিতাবুল ফাযয়িলে কুরআন, হাদীস: ৫০৬০, ৩য় খন্ড, ৪১৯ পৃষ্ঠা) 

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআনে করীমের তিলাওয়াতের আরো আদব সম্পর্কে জানার জন্য আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা তিলাওয়াতের ফযীলতঅধ্যয়ন করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মিসওয়াকের সুন্নাত আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১৬৩ মাদানী ফুলথেকে মিসওয়াকের সুন্নাত আদব শ্রবণ করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী শ্রবন করি: * মিসওয়াক করে দুই রাকাত নামায আদায় করা মিসওয়াক ছাড়া ৭০ রাকাতের চেয়ে উত্তম (আত-তারগীব ওয়াত তারহীব, ১ম খন্ড, ১০২ পৃষ্ঠা, হাদীস: ১৮) * মিসওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও কেননা, তাতে মুখের পরিচ্ছন্নতা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম রয়েছে (মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, ২য় খন্ড, ৪৩৮ পৃষ্ঠা, হাদীস: ৫৮৬৯) * হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: মিসওয়াকে দশটি গুণাগুণ  রয়েছে: মুখ পরিষ্কার করে, মাড়ি মজবুত করে, দৃষ্টিশক্তি বাড়ায়, কফ দূর করে, মুখের দূর্গন্ধ দূর করে, সুন্নাতের অনুসরণ হয়, ফিরিশতারা খুশি হয়, আল্লাহ পাব সন্তুষ্ট হন, নেকী বৃদ্ধি করে, পাকস্থলী ঠিক রাখে (জামউল জাওয়ামিলিস্সুয়ুতী, ৫ম খন্ড, ২৪৯ পৃষ্ঠা, হাদীস: ১৪৮৬৭)