Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam
পরিপূর্ণভাবে তা আদায় করবো اِنْ شَآءَ الله। হজ্ব (Hajj) ফরয হলে তবে আদায় করাতে দেরী করবো না اِنْ شَآءَ الله। নাজায়িয ফ্যাশনের ধারে কাছেও যাবো না اِنْ شَآءَ الله। নামুহরিমের সাথে শরয়ী পর্দা করবো اِنْ شَآءَ الله। সিনেমা নাটক দেখবো না اِنْ شَآءَ الله। গান-বাজনা শুনবো না اِنْ شَآءَ الله। পিতামাতার মনে কষ্ট দিবো না اِنْ شَآءَ الله। আল্লাহ পাক এবং বান্দার হকের ব্যাপারে উদাসিনতা প্রদর্শন করবো না اِنْ شَآءَ الله। আর এই মানসিকতা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবো اِنْ شَآءَ الله।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! জগতটি অনেক বড়, এটা সবাই জানে, কিন্তু এর একটি সীমা অবশ্যই রয়েছে, জমিন অনেক প্রশস্ত এটা সবাই জানে কিন্তু এর একটা সীমা অবশ্যই রয়েছে, সমুদ্র অনেক বড় এটা সবাই জানে কিন্তু এর কিনারা ও গভীরতার (Depth) একটি সীমা অবশ্যই রয়েছে, নক্ষত্র সমূহের সংখ্যা অনেক বেশী এটা সবাই জানে কিন্তু এরও একটি নির্দিষ্ট সংখ্যা তো অবশ্যই রয়েছে, খোদার সৃষ্টির সংখ্যা অনেক বেশী এটা সবাই জানে কিন্তু এরও একটি নির্দিষ্ট সংখ্যা অবশ্যই রয়েছে। কিন্তু মনে রাখবেন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তাঁর উম্মতের প্রতি দয়া ও ভালবাসা এমন একটি সমুদ্রের ন্যায় যার গভীরতা ও কিনারা সম্পর্কে আমাদের মধ্যে কেউ জানে না। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তাঁর উম্মতের প্রতি ভালবাসার বর্ণনা কুরআনে করীমেও বিদ্যমান। যেমনটি ১১তম পারার সূরা তাওবার ১২৮ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন: