Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

কিছুদিনের মধ্যেই ভুলে গিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু মনে রাখবেন! ভালবাসার এমন একটি সম্পর্কও রয়েছে, যা হ্রাস পায় না, যা কোন নির্দিষ্ট সময়ের জন্য বিষেশায়িত নয়, যুগের পরিক্রমায় এতে হ্রাস পায় না আর তা হলো দয়ালু মেহেরবান আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তাঁর উম্মতের প্রতি ভালবাসার সম্পর্ক, জি হ্যাঁ! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর উম্মতকে নিজের জাহেরী জীবনেও স্মরণ রেখেছেন, নূরানী কবরে নূরানী শরীর নামানো হচ্ছে তখনও উম্মতকে স্মরণ করেছেন, নূরানী কবরে প্রবেশ হওয়ার পরও স্মরণ করছেন এমনকি কিয়ামতেও হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের উম্মতকে স্মরণ করবেন আসুন! এপ্রসঙ্গে দুটি ঘটনা শ্রবন করি এবং নিজের ঈমান সতেজ করি

() কিয়ামত পর্যন্ত উম্মতি উম্মতি করবেন

    হযরত কুসাম رَضِیَ اللهُ عَنْہُ হলেন সেই ব্যক্তি যিনি রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নূরানী কবরে নামানোর পর সবশেষে বাইরে এসেছেন, তাঁর বর্ণনা হলো: আমিই শেষ ব্যক্তি, যে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূরানী চেহারা নূরানী কবরে দেখেছি, আমি দেখলাম যে, হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নূরানী কবরে নিজের মুবারক ঠোঁট নাড়ছেন, আমি আমার কানকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক মুখের নিকট করলাম, আমি শুনলাম যে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলছেন: ربِّ اُمَّتِی اُمَّتِی অর্থাৎ আল্লাহ পাক! আমার উম্মত, আমার উম্মত (মাদারিজুন নবুয়ত, /৪৪২)

    প্রসঙ্গে একটি হাদীসেও রয়েছে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন আমার ওফাত হয়ে যাবে, তখন নিজের কবরে সর্বদা