Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam
পাঠালেন, কিরূপ মাহবুব? যিনি নিজের উপর একটি জগতের বোঝা উঠিয়ে নিলেন, কিরূপ মাহবুব? যিনি তোমার কষ্টে দিনের খাবার, রাতের ঘুম ত্যাগ করে দিলেন। তোমরা রাতদিন তাঁর অবাধ্যতায় লিপ্ত এবং খেলাধুলায় লিপ্ত রয়েছো আর তিনি তোমাদের ক্ষমার জন্য রাতদিন কান্নাকাটি ও বিষন্ন হয়ে থাকতেন। রাতকে আল্লাহ পাক আরামের জন্য বানিয়েছেন, সকাল সন্নিকটে, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, প্রত্যেকের মন তখন আরামের দিকে ধাবিত হয়, বাদশাহ নিজের গরম বিছানা, নরম বালিশে আরামে মশগুল এবং যারা অসহায়, তাদেরও পা দুই গজ চাদর দ্বারা আবৃত, এমনই সুন্দর সময়, ঠান্ডা যুগে, সেই নিষ্পাপ, গুনাহহীন, পবিত্র আত্মা, যার আশ্রয়ে পবিত্রতা, নিজের আরাম আয়েশকে ছেড়ে দিয়ে, আরামের ঘুম থেকে মুখ ফিরিয়ে নিয়ে, পবিত্র কপাল আল্লাহ পাকের দরবারে রেখে দিলেন যে, ইলাহী! আমার উম্মত গুনাহগার, ক্ষমা করে দাও এবং তাদের সকলের শরীরকে দোযখের আগুন থেকে বাঁচাও। (ফতোওয়ায়ে রযবীয়া, ৩০/৭১৬-৭১৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! ভাবুন তো! দুনিয়ায় এমন অসংখ্য লোক রয়েছে, যাদের সাথে পরস্পর প্রেম ও ভালবাসার সম্পর্ক হয়ে থাকে, যেমন; পিতামাতা তাদের সন্তানদের ভালবাসে, সন্তান তার পিতামাতাকে ভালবাসে, বোন ভাইকে ভালবাসে, বন্ধু তার বন্ধুকে ভালবাসে, আত্মীয়রা পরস্পর একে অপরকে ভালবাসে ইত্যাদি, মনে রাখবেন! এই ভালবাসা অস্থায়ী হয়ে থাকে, এই ভালবাসা নশ্বর, এই ভালবাসা দুনিয়াতেই সীমাবদ্ধ হয়ে থাকে, এদিকে জীবনের রশি ছিন্ন হলো অপরদিকে ভালবাসার এই সকল সম্পর্কে যেন ব্রেক (Brake) লেগে যায়।