Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

নয় () প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সম্পূর্ণ রাত জেগে ইবাদতে (Worship) লিপ্ত থাকতেন এবং উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে খুবই অস্থিরতা  সহিত কান্নাকাটি করতে থাকতেন, এমনকি দাঁড়াতে দাঁড়াদে প্রায় তাঁর পা মুবারক ফুলে যেতো

(সীরাতুল জিনান, /২৬৭)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক জীবনি অধ্যয়ন করা হলে তবে এমন মনে হয়, যেন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সারা জীবনই নিজের উম্মতদেরকে স্মরণ করতে থাকেন, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতের ক্ষমা এবং মুক্তির জন্য রাতে ইবাদত করতেন, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গুহায় একাকী গিয়ে কান্নাকাটি করতেন, তিনি
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কুরআন তিলাওয়াত করতে গিয়ে কান্না করতেন, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উম্মতের গুনাহ এবং কিয়ামতের কঠোরতার কথা মনে করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেন, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কুরআনে সেই আয়াতের তিলাওয়াত শুনে কান্না করতেন যেই আয়াতে সকল উম্মত থেকে সাক্ষ্য নেয়া এবং তাঁকে সকল মানুষের সাক্ষ্য বানানোর আলোচনা বিদ্যমান, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কখনো কখনো একটিই আয়াত তিলাওয়াত করে সারা রাত অতিবাহিত করে দিতেন, কখনো বা দীর্ঘ দীর্ঘ কিয়াম রুকু করতেন, কখনো বা কপাল সিজদায় রেখে উম্মতের কল্যাণ প্রার্থনা করতেন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাত জাগ্রত থেকে ইবাদত করতেন, কেঁদে কেঁদে উম্মতের মুক্তি এবং কবর হাশরে কষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করতেন