Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি শনিবার ইশার নামাযের পর মাদানী চ্যানেলে সরাসরি (Live) মাদানী মুযাকারা করে থাকেন, অর্থাৎ সারা দুনিয়া থেকে আশিকানে রাসূলের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর জ্ঞান প্রজ্ঞাপূর্ণ উত্তর প্রদান করে থাকেন, যেখানে অসংখ্য আশিকানে রাসূল আন্তর্জাতিক মাদানী মারকায ফয়যানে মদীনা (করাচী)-তে উপস্থিত হয়ে দ্বীনি ইলমের বরকত হাসিল করেন হাজার হাজার আশিকে রাসূল নিজ নিজ শহর বা এলাকায় সম্মিলিতভাবে মাদানী মুযাকারা দেখার আয়োজন করেন আর মাদানী চ্যানেল সোশ্যাল মিডিয়ার (যেমন: ইউটিউব, ফেসবুক ইত্যাদি) মাধ্যমে তো বিশ্বের আনাচে কানাচে এই মাদানী মুযাকারা দেখা হয়ে থাকে আপনারাও দুনিয়া আখেরাতের কল্যাণ লাভ, আউলিয়ায়ে কেরামের ফয়যান অর্জন, অন্তরে ইশকে রাসূল বৃদ্ধি, ইলমে দ্বীনের নূরে সজ্জিত হওয়া এবং নেককার নামাযী হওয়ার জন্য মাদানী মুযাকারায় অংশগ্রহণ করুন এবং প্রচুর পরিমাণে নেকী অর্জন করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

উম্মতের কিরূপ হওয়া উচিৎ?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিজের উম্মতের প্রতি ভালবাসার ঘটনাবলী শ্রবণ করছিলাম, اَلْحَمْدُ لِلّٰه আমরা গর্বিত যে, আমরাও হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত, এবার আমরা আমাদের সম্পর্কে ভাবি যে, আমরাও কি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে