Yadgari e Ummat Per Lakhon Salam

Book Name:Yadgari e Ummat Per Lakhon Salam

তেমনই ভালবাসি, যেমনটি একজন উম্মতের তার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি হওয়া উচিৎ যেমন; আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো নিয়মিত নামাযী হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো নিজের প্রয়োজনীয় মাসআলা এবং অন্যান্য ফরয ওয়াজিব বিষয় জানা থাকা উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো তাকওয়া পরহেযগার হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো নিজের শরয়ী দ্বায়িত্ব পালনকারী হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمএর উম্মতের তো কুরআন তিলাওয়াতের প্রেমিক হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো জায়িয হারাম কাজ থেকে বিরত থাকা বরং সন্তানদেরও এই কাজ থেকে বিরতকারী হওয়া উচিৎ, তাদের বিশুদ্ধ ইসলামী শিক্ষা প্রদানকারী হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো খোদাভীতি সম্পন্ন হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টাকারী হওয়া উচিৎ, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো অনন্য গুণাবলীর অধিকারী হওয়া উচিৎ, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো অশ্লীল কাজ থেকে বিরত থাকা উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো বাতেনী মন্দ কাজ থেকে দূরে থাকা উচিৎ, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো মুসলমানের কল্যাণকামী হওয়া উচিৎ, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো প্রিয় নবী, রাসূলে আরবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্যকারী হওয়া উচিৎ, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মতের তো সুন্নাতের অনুসারী হওয়া উচিৎ আল্লাহ করীম আমাদের