Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

সুতরাং এই আয়াতে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনেক গুণাবলী (Qualities) সহ মিলাদ শরীফ বর্ণনা করা হয়েছে বলা হয়েছে: হে লোকেরা! তোমাদের কাছে সেই রাসূল করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ এনেছেন, ó যার আগমনের বার্তা মানুষের সৃষ্টিরও আগে থেকে শুরু হয়েছিল, যার আগমনের ঘোষণা সকল নবী দিয়ে গেছেন, ó যার জন্য দুনিয়া অপেক্ষা করছিল, সেই মহান মর্যাদার অধিকারী এখন তোমাদের কাছে তাশরীফ এনেছেন আর মনে রেখো! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যদিও স্বশরীরে আরবে তাশরীফ এনেছেন, কিন্তু তাঁর রিসালাত কিয়ামত পর্যন্ত প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে পৌঁছেছে সেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানও শুনে নাও! ó তিনি তোমাদের প্রতি এমন মেহেরবান এবং তোমাদের প্রতিটি অবস্থা সম্পর্কে এমনভাবে অবগত যে, তোমাদের কষ্ট তাঁর উপর ভারী মনে হয় ó  তোমাদের অন্তর নেওয়া চাওয়ার পরও ভরে না আর তাঁর অন্তর তোমাদেরকে দান করার পরও ভরে না, তিনি দেওয়ার জন্য আগ্রহী তাঁর সাধারণ রহমত সকল জগতের জন্য, কিন্তু বিশেষ রহমত সর্বদা দুনিয়াতে, কবরে এবং হাশরেও বিশ্বাসীদের (মুমিনদের) জন্য থাকবে

(তাফসীরে নঈমী, পারা: ১১, সূরা তাওবা, ১২৮ নং আয়াতের পাদটীকা, ১১/১৫৯)

সমস্ত গুণাবলী নিয়ে দুনিয়ায় আগমন:

সূফীগণ এই আয়াতে করীমার ব্যাখ্যায় বলেন: আল্লাহ পাক (রূহে মোস্তফা) প্রিয় নবীর রূহকে নূরানী আকৃতিতে প্রেরণ করেছেন ó তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মোবারক মাথা বরকত দ্বারা, ó মোবারক চোখ লজ্জা দ্বারা, ó মোবারক কান সম্মান দ্বারা, ó মোবারক জিহ্বা যিকির দ্বারা, ó মোবারক ঠোঁট তাসবীহ দ্বারা, ó মোবারক চেহারা আল্লাহর সন্তুষ্টি