Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
অতএব নিজের অবস্থার প্রেক্ষিতে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; ó আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো ó আদব সহকারে বসবো ó এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনযোগ সহকারে বয়ান শুনবো ó বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো ó বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো। اِنْ شَآءَ الله
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মিলাদ শরীফের বরকতে আরোগ্য লাভ হলো
হযরত মিঞা গোলাম হায়দার رَحْمَۃُ اللهِ عَلَیْہِএকজন বুযুর্গ ছিলেন, তাঁর একজন মুরীদ (Devotee) ছিলেন, যার নাম ছিল: জুমা। তাঁর ওলামায়ে কেরামের লেখা মিলাদনামা পড়ার খুব শখ ছিল, একবার হযরত মিয়াঁ গোলাম হায়দার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কোনো কাজে "ধাডর" শহরে তাশরীফ আনলেন, তাঁর সমস্ত মুরীদ তাঁর সাথে দেখা করার জন্য উপস্থিত হলো, কিন্তু জুমা নামের লোকটি আসেনি। মিঞা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খোঁজখবর (Information) নিয়ে জানতে পারলেন যে, সে গত দেড় বছর ধরে অসুস্থ এবং তার পা শুকিয়ে গেছে, হাঁটতে-চলতে পারে না, মিঞা সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে ডেকে আনলেন এবং বললেন: আজ রাতে মিলাদনামা পড়ো! আল্লাহ পাক বরকত দান করবেন, মুরীদ তার পীরের আদেশ শিরোধার্য করলো এবং পূর্ণ বিশ্বাসের সাথে সারা রাত মিলাদ শরীফ পড়তে থাকলো। আল্লাহ পাক তার উপর দয়া করলেন, সকাল বেলা যখন সে উঠতে চাইল, তখন লাঠির সাহায্যে স্বয়ং নিজেই উঠে দাঁড়ালো। মিলাদ শরীফ পড়ার বরকতে সে আরোগ্য লাভ করলো এবং সে নিজে পায়ে হেঁটে বাড়ি পৌঁছলো।