Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
বিষয়ে যত্নবান এবং সুন্নাতের সুরক্ষার প্রেরণা নিয়ে মদীনার দিকে এগিয়ে চলছে। তাই দা'ওয়াতে ইসলামীর পবিত্র ও ভালো পরিবেশের সাথে যুক্ত হওয়া উভয় জগতের সৌভাগ্যের কারণ। (আচ্ছে মাহোল কি বরকত, পৃষ্ঠা ২২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد