$header_html

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

দেবে, অথবা তুমি তার থেকে কিছু কিনে নেবে, অথবা তুমি তার থেকে ভালো সুগন্ধ পাবে আর কামারের হাপর ফুঁকদানকারী হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দেবে অথবা তুমি তার থেকে দুর্গন্ধ পাবে (মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, ১০৮৪, হাদীস: ২৬২৮) ó হাদীস শরীফে বর্ণিত রয়েছে: বড়দের সাহচর্যে বস, আলেমদেরকে প্রশ্ন করো এবং জ্ঞানীদের সাথে মেলামেশা করো (আল-মু'জামুল কবীর, ২২/১২৫, হাদীস: ৩২৪)
ó ভালো সঙ্গী সে, যাকে দেখলে তোমার আল্লাহ পাকের কথা স্মরণ হয়, যার কথায় তোমার আমলে বৃদ্ধি ঘটে এবং যার আমল তোমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় (আল-জামিউস সগীর, হাদীস: ৪০৬৩, পৃষ্ঠা ২৪৭) ó ভালো বন্ধুর সাহচর্য শুধু দুনিয়াতেই লাভজনক নয়, বরং কবরেও নেককারদের সঙ্গ উপকার পৌঁছায় (আচ্ছে মাহোল কি বরকত পৃষ্ঠা ৩৩) ó আমল করার অনন্য স্পৃহা, যা একটি পবিত্র পরিবেশের সাহচর্য থেকে পাওয়া যায়, তা অন্য কোনো উপায়ে পাওয়া অসম্ভব না হলেও অবশ্যই কঠিন (প্রাগুক্ত পৃষ্ঠা ২৪) ó এমন একটি পরিবেশ তৈরি করা উচিত যেখানে সকল অংশগ্রহণ কারীদের ওঠা-বসা, পারস্পরিক সাক্ষাৎ এবং একে অপরের প্রতি ভালোবাসা কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয় (প্রাগুক্ত, পৃষ্ঠা ২৫) ó ভালো পরিবেশ থেকে ভালো সাহচর্য লাভ হয় (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৬) ó ভালো পরিবেশের সাথে যুক্ত হলে বাহ্যিক বাতেন (অভ্যন্তরীণ)-এর সংশোধন হয় (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৬) ó মন্দ পরিবেশের সাথে সম্পৃক্তকারী ব্যক্তিরা নিজেদের সম্মান, মর্যাদা সত্তা হারিয়ে ফেলে (প্রাগুক্ত, পৃষ্ঠা ২৬) ó হযরত মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেছেন: যে ভাই বা সঙ্গীর সাহচর্য তোমাকে দ্বীনি উপকার পৌঁছায় না, তুমি তার সাহচর্য থেকে বেঁচে থাকো যাতে তুমি নিরাপদ সুরক্ষিত থাকো (কাশফুল মাহজুব, পৃষ্ঠা ৩৭৪)
ó দা'ওয়াতে ইসলামীর অনন্য আধ্যাত্মিক পরিবেশ ইবাদত অন্যান্য


 

 



$footer_html