Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
নূরানী মাহফিলে হযরত আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বেলাদতের ঘটনা বর্ণনা করলেন। এটাকেই তো মিলাদের মাহফিল বলা হয়। এতে জানা গেল যে মিলাদ পালন করা কোনো নতুন বিষয় নয় বরং শুরু থেকেই মুসলমানদের রীতি।
আল্লামা সুহাইলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: শয়তান ৪ বার চিৎকার করে কেঁদেছিল; (১): যখন সে অভিশপ্ত হলো (অর্থাৎ আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলো), (২): যখন জমিনে নামানো হলো, (৩): সূরা ফাতিহা নাযিল হওয়ার সময় এবং (৪): রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সৌভাগ্য পূর্ণ বেলাদতের সময়। (আর-রওদুল উনুফ, ফাসলুন ফিল মাওলিদ, ১/৩০৮) হযরত ইকরামা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত রয়েছে: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভাগমন হওয়ায় শয়তান বললো: রাতে একটি শিশু জন্মগ্রহণ করেছে যে আমাদের কাজ নষ্ট করে দেবে। তার চেলারা চিৎকার করে বললো: তুমি এখনই যাও এবং তাকে ক্ষতি করে তার কাজে বাধা দাও! এতেই শয়তান রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর কাছে যেতে চাইল, তখন আল্লাহ পাক হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام কে পাঠালেন, তিনি তাকে এমন জোরে এক ধাক্কা মারলেন যে সে আদন নামক স্থানে গিয়ে পড়ল। (সুবুলুল হুদা, ১/৩৫০)
আদন: মক্কা মুকাররমা থেকে এক মাসের দূরত্বে (আল-মাসালিক ওয়াল মামালিক, পৃষ্ঠা: ২৮) ভারত মহাসাগর-এর উপকূলে অবস্থিত ইয়ামেন দেশের একটি শহর। (মু'জামুল বুলদান, ৪/৮৮)