Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

দা'ওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন! নিজেই পড়ে শুনিয়ে দিন! বয়ান হয়ে যাবে শেষে নিজের সাধ্য অনুযায়ী (শিরনি/মিষ্টি) ইত্যাদি বিতরণ (Distribute) করে দিন! যদি মিষ্টিও পাওয়া না যায়, তবে কোনো সমস্যা নেই, যা সহজলভ্য হয়, তাই হবে মিলাদ পালনের জন্য লঙ্গর বা মিষ্টি ইত্যাদি জরুরি নয়, আল্লাহ পাকের দরবারে টাকা-পয়সা এবং আয়োজন নয় বরং অন্তরের ইখলাস (একনিষ্ঠতা) কবুল হয় অতএব আল্লাহ পাক যে তাওফীক দিয়েছেন, মাহফিলে অংশগ্রহণকারীদের খিদমতে পেশ করে দিন! মিলাদের মাহফিল হয়ে যাবে, এর সদকায় اِنْ شَآءَ الله  সারা বছর ঘরে বরকত থাকবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সৎ সঙ্গের মাদানী ফুল

প্রিয় ইসলামী বোনেরা! আসুন! সৎ সঙ্গের ব্যাপারে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুইটি বাণী লক্ষ্য করুন: () ইরশাদ হয়েছে: اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ অর্থাৎ, মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে বা মুহাব্বাত করে (মুসলিম, কিতাবুল বির, পৃষ্ঠা ১০৮৮, হাদীস: ২৬৪১) () ইরশাদ হয়েছে: اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ اَحَدُ کُمْ مَنْ یُّخَالِلُ অর্থাৎ, মানুষ তার বন্ধুর দ্বীন এবং তার চালচলনের উপর থাকে, অতএব জরুরি যে সে দেখুক কার সাথে বন্ধুত্ব করছে (মুসনাদে ইমাম আহমদ, /৩৩৩, হাদীস: ৮৪২৫) ó ভালো মন্দ সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধ বহনকারী এবং কামারের হাপর ফুঁকদানকারীর মতো সুগন্ধ বহনকারী হয়তো তোমাকে এমনিতেই কিছু দিয়ে