Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
প্রিয় ইসলামী বোনেরা! আমাদের প্রিয় নবী রাসূলে আরবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। ó اَلْحَمْدُ
لِلّٰه কুরআনুল কারীমে মোট ৭ হাজারেরও বেশি স্থানে প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুস্পষ্ট শব্দে পবিত্র আলোচনা এসেছে। (বাসাইরু যাভিত তাময়ীয ফী লাতায়িফিল কিতাবিল আযীয, ৬/১৭) ó কুরআনুল কারীমে নবী করীম صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক নামসমূহেরও আলোচনা আছে। ó তাঁর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জন্মস্থানেরও আলোচনা আছে। ó তাঁর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মোবারক অঙ্গ-প্রত্যঙ্গেরও আলোচনা আছে। ó তাঁর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গুণাবলীরও আলোচনা আছে। ó তাঁর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফযীলতসমূহেরও আলোচনা আছে এবং اَلْحَمْدُ
لِلّٰه কুরআনুল করীমে ২, ৪ বার নয়, বরং একটি সতর্ক অনুমান (Estimate) অনুযায়ী মোট ২৭ টি স্থানে মিলাদ (অর্থাৎ নবী করীম صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুনিয়ায় আগমন)-এর আলোচনা বিদ্যমান রয়েছে।
নিশ্চয়ই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন
পারা: ১১,সূরা তাওবা, আয়াত: ১২৮, আল্লাহ পাক ইরশাদ করেন:
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ(۱۲۸) (পারা ১১, সূরা তাওবা, আয়াত ১২৮)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ আনয়ন করেছেন তোমাদের মধ্য থেকে ঐ রাসূল, যাঁর নিকট তোমাদের কষ্ট পড়া কষ্টদায়ক তোমাদের কল্যাল অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র, দয়ালু।