Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

 

কুরআনুল কারীমে মিলাদের আলোচনা

প্রিয় ইসলামী বোনেরা! আমাদের প্রিয় নবী রাসূলে আরবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠó اَلْحَمْدُ لِلّٰه কুরআনুল কারীমে মোট হাজারেরও বেশি স্থানে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুস্পষ্ট শব্দে পবিত্র আলোচনা এসেছে(বাসাইরু যাভিত তাময়ীয ফী লাতায়িফিল কিতাবিল আযীয, /১৭) ó কুরআনুল কারীমে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক নামসমূহেরও আলোচনা আছে ó তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জন্মস্থানেরও আলোচনা আছে ó তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মোবারক অঙ্গ-প্রত্যঙ্গেরও আলোচনা আছে ó তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم গুণাবলীরও আলোচনা আছে ó তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ফযীলতসমূহেরও আলোচনা আছে এবং اَلْحَمْدُ لِلّٰه কুরআনুল রীমে , বার নয়, বরং একটি সতর্ক অনুমান (Estimate) অনুযায়ী মোট ২৭ টি স্থানে মিলাদ (অর্থাৎ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুনিয়ায় আগমন)-এর আলোচনা বিদ্যমান রয়েছে

 

নিশ্চয়ই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন

পারা: ১১,সূরা তাওবা, আয়াত: ১২৮, আল্লাহ পাক ইরশাদ করেন:

 

لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ(۱۲۸) (পারা ১১, সূরা তাওবা, আয়াত ১২৮)                             

কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ আনয়ন করেছেন তোমাদের মধ্য থেকে রাসূল, যাঁর নিকট তোমাদের কষ্ট পড়া কষ্টদায়ক তোমাদের কল্যাল অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র, দয়ালু