Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

এই আকীদা যে, সরওয়ারে আলম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজে তো নূরই, তাঁর সন্তানগণও নূর

প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে যুন নূরাইন বলার আরও কিছু কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন:

যুন নূরাইন উপাধির দ্বিতীয় কারণ

() উলামায়ে কেরাম বলেন: হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এই শান যে, রোজ কিয়ামতে যখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ জান্নাতে প্রবেশ করবেন, তখন তাঁর সংবর্ধনায় জান্নাতে দুটি নূর ঝলমল করবে একারণে তাঁকে যুন নূরাইন বলা হয় (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: )

যুন নূরাইন উপাধির তৃতীয় কারণ

() ইমাম আবু হুসাইন কাযবীনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এই মহৎ অভ্যাস ছিল যে, তিনি বিতরের নামাযে সম্পূর্ণ কুরআন শরীফ তিলাওয়াত করতেন যেহেতু কুরআনও নূর এবং রাতের কিয়াম (অর্থাৎ রাতে নামায পড়াও) নূর, হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এই দুটি নূরকে একত্রিত করতেন, একারণে তাঁকে যুন নূরাইন বলা হয়

(আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: )

سُبْحَانَ الله! হে আশিকানে রাসূল! এই স্থানে আমাদের জন্যও শেখার মাদানী ফুল রয়েছে। মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন রাতে বিতরের নামাযে সম্পূর্ণ কুরআন শরীফ তিলাওয়াত করতেন। আমরা চিন্তা করি যে, * আমরা কুরআন শরীফের কতটুকু তিলাওয়াত করি? * আমাদের কুরআন শরীফের সাথে কতটা অনুরাগ রয়েছে? * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ মুখস্থ কুরআন পড়তেন, আমরা অন্তত দেখে পড়ি। * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ সম্পূর্ণ কুরআন শরীফ দাঁড়িয়ে পড়তেন, আমরা অন্তত বসে পড়ি। * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ প্রতিদিন সম্পূর্ণ কুরআন শরীফ পড়তেন, আমরা অন্তত এক পারা পড়ি। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী, রাসূল-এ-হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: কুরআন শরীফ পাঠ করো! নিশ্চয়ই যে