Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

প্রথম বৈশিষ্ট্য: উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ যুন নূরাইন :

হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ প্রথম এবং সুপরিচিত বৈশিষ্ট্য হলো, তাঁকে যুন নূরাইন (অর্থাৎ দুই নূরের অধিকারী) বলা হয় সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর মধ্যে শুধুমাত্র তাঁকেই যুন নূরাইন উপাধি প্রদান করা হয়েছে

মুসলমানদের চতুর্থ খলীফা হযরত আলীউল মুর্তজা, শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ খেদমতে কেউ আরজ করল: হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ সম্পর্কে কিছু ইরশাদ করুন? হযরত আলীউল মুর্তজা رَضِیَ اللهُ عَنْہُ বললেন: উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ এমন এক ব্যক্তিত্ব, যাঁকে ফেরেশতাদের মধ্যেও যুন নূরাইন বলে ডাকা হয় (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: )

যুন নূরাইন উপাধির প্রথম কারণ:

হে আশিকানে রাসূল! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে যুন নূরাইন কেন বলা হয়? এর কয়েকটি কারণ রয়েছে; () একটি সুপ্রসিদ্ধ কারণ হলো, প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী একের পর এক হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, একারণে তাঁকে যুন নূরাইন বলা হয় (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: )

তেরী নসলে পাক মেঁ হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা :

্রিয় ইসলামী ভাইয়েরা! এ থেকে জানা গেল যে, প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেও নূর এবং আল্লাহ পাকের অনুগ্রহে তাঁর পবিত্র বংশের প্রতিটি সন্তানও নূর। দেখুন! হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে যুন নূরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয়, কারণ তাঁর সাথে সরওয়ারে আলম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুই শাহজাদী (অর্থাৎ হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম رَضِیَ اللهُ عَنْہُمَا) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই দুই শাহজাদী নূর এবং হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় তিনি দুই নূরের অধিকারী হলেন। জানা গেল! প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাহজাদীদের নূর মানা শুধু সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর আকীদাই নয়, বরং ফেরেশতারাও হযরত উসমান رَضِیَ اللهُ عَنْہُ কে যুন নূরাইনই বলেন। যেন ফেরেশতাদেরও