Book Name:Do Noor Wale Sahabi
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১২ জুন ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
আংটি পরিধানের অবশিষ্ট সুন্নতসমূহ
* পুরুষের জন্য সেই আংটিই জায়েয যা পুরুষদের আংটির মতো হয়, অর্থাৎ শুধুমাত্র একটি পাথরযুক্ত হয়। আর যদি তাতে একাধিক পাথর থাকে, যদিও তা রূপারই হোক না কেন, পুরুষের জন্য নাজায়েয। (রদ্দুল মুহতার, ৯/৫৯৭) * পাথরবিহীন আংটি পরিধান করা নাজায়েয, কারণ এটি আংটি নয়, বরং ছাল্লা (শুধু রিং)। * যদি কোনো ইসলামী ভাই ধাতুর কড়া বা ধাতুর ছাল্লা, নাজায়েয আংটি, বা ধাতুর চেইন (ব্রেসলেট-চেইন) পরিধান করে থাকেন, তবে এখনই তা খুলে তওবা করে নিন এবং ভবিষ্যতে না পরার অঙ্গীকার করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমার সময়সূচী অনুযায়ী "ঘর থেকে বের হওয়ার সময়ের দোয়া" মুখস্থ করানো হবে। সেই দোয়াটি হলো:
بِسْمِ اللهِ تَوَکَّلْتُ عَلَی اللهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰہِ الْعَلِیِّ الْعَظِیْم۔
অনুবাদ: আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করলাম। গুনাহ থেকে বাঁচার শক্তি এবং নেকী করার ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, যিনি সুমহান ও সর্বশ্রেষ্ঠ। (মাদানী পাঞ্জ সূরা, পৃ. ২০৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।