Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

তিনি বললেন: আল্লাহ পাক তোমার উভয় হাত () উভয় পা কেটে দিন () তোমাকে অন্ধ করে দিন এবং () তোমাকে জাহান্নামে নিক্ষেপ করুন

আমীরুল মু'মিনীন এর জ্যোতির্ময় চেহারা দেখে এবং তাঁর এই দোয়া শুনে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল এবং আমি ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেলাম আফসোস! আমীরুল মু'মিনীন হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ ৪টি দোয়ার মধ্যে ৩টির শিকার তো আমি হয়েছি, তুমি দেখতেই পাচ্ছ, আমার উভয় হাতও কাটা, আমার উভয় পাও কাটা এবং চোখের দৃষ্টিশক্তিও বিলুপ্ত হয়েছে আফসোস! শত কোটি আফসোস! এখন শুধু চতুর্থ দোয়াটি বাকি আছে (অর্থাৎ আমার জাহান্নামে প্রবেশ করা বাকি রয়ে গেছে) (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: ৩৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُর সংক্ষিপ্ত পরিচিতি:

হে আশিকানে রাসূল! মুসলমানদের তৃতীয় খলীফা হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী * তিনি আশারায়ে মুবাশশারার (অর্থাৎ সেই ১০ জন সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان যাদেরকে রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পৃথিবীতেই বিশেষত জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই ১০ জনের) অন্তর্ভুক্ত * তাঁর সম্মানিত নাম উসমান * উপনাম আবু আমর এবং আবু আব্দুল্লাহ
* উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ একটি বিশেষ ফযীলত এই যে, তিনি প্রিয় আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফু হযরত উম্মে হাকীম رَضِیَ اللهُ عَنْہَا নাতি (অর্থাৎ প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ফুফু হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ নানীজান) * হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ কে ১৮ই যিলহজ্জুল হারাম ৩৫ হিজরীতে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়

(আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ: ৩৭)

হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُর কতিপয় বৈশিষ্ট্য :

যদিও হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ অসংখ্য ফযীলত রয়েছে, তবে আজ আমরা তাঁর কয়েকটি বৈশিষ্ট্য শোনার সৌভাগ্য অর্জন করব;