Do Noor Wale Sahabi

Book Name:Do Noor Wale Sahabi

এর জবাবে হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত চমৎকার উত্তর দিলেন, অন্তরের কান দিয়ে শুনুন! তিনি বললেন: আমাদের প্রিয় নবী, রাসূল--হাশেমী, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তহবন্দ শরীফ এমনই (অর্থাৎ টাখনুর উপরেই) থাকে (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ:২২)

অর্থাৎ মক্কাবাসীরা আমাকে কী বলবে, তাদের দৃষ্টিতে আমার কী প্রভাব পড়বে, আমার তাতে কোনো পরোয়া নেই আমার আদর্শ (Ideal) আমার প্রিয়তম, আমি তাঁর প্রতিটি আচরণ অনুসরণ করাতেই গর্ববোধ করি (আর রিয়াদ্বুন নাদ্বরা, পৃ:২২)

سُبْحَانَ الله! হে আশিকানে রাসূল! কত সুন্দর কথা! সুন্নতে মুস্তফা আমাদের জন্য মানদণ্ড আল্লাহ পাক বলেছেন:

لَقَدْ کَانَ لَکُمْ فِیْ رَسُوْلِ اللّٰہِ اُسْوَۃٌ حَسَنَۃٌ

(পারা ২১, সূরা আহযাব, আয়াত ২১)                       কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম

 

    জানা গেল; সরওয়ারে আলম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক জীবন আমাদের জন্য সর্বোত্তম নমুনা। * আমাদেরকে তাঁর অনুসরণ করতে হবে। যুগ কেমন চলছে? পরিস্থিতি কেমন? আমাদের তা দেখার দরকার নেই। আমাদের দেখতে হবে যে, আমাদের প্রিয়তম আকা, সরদারে আম্বিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষা কী? * কাপড় কিনতে হলে এটা দেখবেন না যে, কোন ফ্যাশন চলছে। দেখুন! আমাদের আকা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পোশাক মোবারক কেমন ছিল। * চুল কাটাতে হলে এটা দেখবেন না যে, আজকাল ট্রেন্ড (Trend) কী চলছে। দেখুন যে, আমাদের আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর চুল মোবারক কেমন ছিল। মোটকথা, ওঠা, বসা, চলা, ঘুমানো, জাগা, আসা, যাওয়া, প্রতিটি বিষয়ে আমাদের ফ্যাশন দেখতে হবে না, যুগের পরিস্থিতি দেখতে হবে না, বরং আমাদের একটিই বিষয় দেখতে হবে, আর তা হলো, আমাদের প্রিয়তম আকা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক আচরণ কেমন ছিল। হায়...! আমাদেরও যদি হযরত উসমান গণী رَضِیَ اللهُ عَنْہُর মতো রাসূলের প্রেম