Book Name:Ya ALLAH Mein Hazir Hon
(মুসনদে আহমদ, মুসনদুল আনসার, খন্ড ৯, পৃঃ২৬, হাদিসঃ২২২৯০)
দেখুন! আমাদের আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রত্যেকদিন পড়ার উৎসাহ দিলেন। জানা গেলো لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْكপড়াটা শুধুমাত্র হজ্ব ও ওমরার জন্য নির্দিষ্ট নয়, বরং বান্দাহর উচিত প্রতিদিন আল্লাহ পাকের প্রেমে মত্ত হয়ে আপন রাব্বে রাহমান রাহীম এর দরবারে আরজ করা, لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْكআমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত।
لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك এর অর্থঃ
হযরত আল্লামা ইবনে রজব হাম্ব¦লী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদিসে পাকের ব্যপারে বলেন: এই যে বাক্য لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) এতেلَبَّيْك শব্দটা দু বার এসেছে আর আরবী কায়দা হলো যখন শব্দকে পুনরাবৃত্তি সহকারে আনা হয় অর্থাৎ একটি শব্দকে পুনরাবৃত্তি করা হয় এতে পুনরাবৃত্তির অর্থ উদ্ভাবন হয়ে যায় অর্থাৎ যখন বান্দা বলে: لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْكতখন এর অর্থ শুধুমাত্র এটা নয় যে, হে আল্লাহ! আমি উপস্থিত বা শুধুমাত্র আজকে উপস্থিত বরং এর অর্থ হলো হে আল্লাহ পাক! যখন যখন তোমার হুকুম হয় তখন তখন আমি উপস্থিত, সব সময় উপস্থিত, কোন এক সময়ও তোমার হুকুম থেকে পিছপা হবো না।
(শরহে হাদিস: লাব্বায়িক আল্লাহুম্মা লব্বায়িক: পৃঃ২৩)
আল্লামা ইবনে রজব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন: যখন বান্দা প্রতিদিন সকালে এটা বলবে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) তখন এর অর্থ এটা হবে, হে আল্লাহ পাক! আমি সকাল এই অবস্থায় করেছি যে, আমি তোমার দাওয়াত কবুলকারী, তুমি যে কথার হুকুম দিয়েছো সেটার উপর আমলকারী, তুমি যেটা আমাকে নিষেধ করেছো আমি সেটা বর্জনকারী, আমি তোমার অনুসরণের উপর অটল, তোমার হুকুম দ্রুতপালনকারী। অতঃপর যখন বান্দা নিজ মুখে এটা বলবে তখন তার উপর আবশ্যক যে, নিজের আমল অনুসারে চলা যাতে তার মুখ এবং কাজ একই হয়। (শরহে হাদিস: লব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক, পৃ: ২৬)
আল্লাহ পাকের বিধিবিধান এবং মুমিন বান্দাহর অগ্রাহ্য আমল
হে আশিকানে রাসূল! চিন্তা করুন...নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদেরকে শিক্ষা দিলেন যে, প্রত্যেকদিন বান্দা আপন প্রতিপালকের দরবারে খুবই আগ্রহের সাথে