Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

স্বীকার করে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (অর্থাৎ আমি তোমার প্রত্যেক হুকুমের উপর মস্তক অবনত করছি) আমরা চিন্তা করি! আল্লাহ পাক আমাদেরকে কি কি বিষয়ের হুকুম দিয়েছেন? আল্লাহ পাক ইরশাদ করেন:

 

اَقِیۡمُوا الصَّلٰوۃَ

(পারা , সূরা বাকারা, আয়াত ৩৪)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর নামায কায়েম রাখো

 

    এখন আমরা কি বলবো? لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত

    আল্লাহ পাক ইরশাদ করেন:

 

اٰتُوا الزَّکٰوۃَ

(পারা , সূরা বাকারা, আয়াত ৩৪)

কানযুল ঈমান থেকে অনুবাদ: যাকাত দাও

    আমরা কি বলবো? لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত

    আল্লাহ পাক ইরশাদ করেন:

کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ

(পারা , সূরা বাকারা, আয়াত ১৮৩)

কানযুল ঈমান থেকে অনুবাদ: তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে

 

    আমরা কি বলবো? لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত

    আল্লাহ পাক ইরশাদ করেন:

 

اُدۡخُلُوۡا فِی السِّلۡمِ کَآفَّۃً

(পারা , সূরা বাকারা, আয়াত ২০৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: তোমরা ইসলামে পূর্ণরুপে প্রবেশ করো

 

    বান্দা কি বলবো? لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত

    আল্লাহ পাক ইরশাদ করেন:

 

اَنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰکُمۡ

(পারা , সূরা বাকারা, আয়াত ২৫৪)