Book Name:Ya ALLAH Mein Hazir Hon
হে আশিকানে রাসূল! বর্তমানে এই ফিতনা ফ্যাসাদের যুগে আল্লাহর সন্তুষ্টি মুলক কাজে ব্যস্ত থাকা, নেককার নামাযী হওয়া, গুনাহ থেকে বাঁচা, তাওবা করা এবং এর উপর স্থায়িত্ব পাওয়ার জন্য আশেকানে রাসুলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামির দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২ দ্বীনি কাজে অংশ নিন। আলহামদুলিল্লাহ! শায়খে ত্বরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে নেককার নামাযী হওয়ার এবং গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোত্তম ব্যবস্থাপত্র “৭২ নেক আমল” দিয়েছেন, এই নেক আমল সমূহে আমল করে আমরা নিজেদের সংশোধন করতে পারি। এই নেক আমল সমূহ হতে একটা হলো নেক আমল ২, আজকে কি আপনি পাঁচ ওয়াক্ত নামায জামায়াত সহকারে আদায় করেছেন? এই এক নেক আমলের উপর যদি আমরা আমলকারি হয়ে যায় তবে অনেক নেক আমল আমাদের জন্য সহজ হয়ে যাবে কেননা পাঁচ ওয়াক্ত নামাযী ব্যাক্তি অনেক গুনাহ থেকে বেঁচে যায় সুতরাং আমাদের উচিত আমরা “৭২ নেক আমল” এর উপর আমল করি এবং প্রত্যেক মাসে এই পুস্তিকার খালি ঘর পূরণ করে নিজ জিম্মাদারের নিকট জমা করাই।
আলহামদুলিল্লাহ! আমরা অনেক সৌভাগ্যবান যে, আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ দান করেছেন। আল্লাহ পাকের দয়ায় দাওয়াতে ইসলামী দ্বীন প্রচারের ৮০ টি বিভাগে নেকীর দাওয়াতের সাড়া জাগাতে ব্যস্ত, সেই বিভাগ সমূহ হতে একটি বিভাগ হলো “হজ্ব ও ওমরা বিভাগ” যেটা হজ্ব ও ওমরাকারী ইসলামি ভাই ও ইসলামি বোনদের যথাযত প্রশিক্ষন দিতে, তাদেরকে আল্লাহ পাকের দরবার ও মুস্তফার দরবারের আদব ও জরুরি মাসয়ালা শিখানোর জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এই মজলীসে অন্তর্ভুক্ত প্রশিক্ষনপ্রাপ্ত ইসলামি ভাই প্রতি বছর হজ্বের সময় হাজ্বি ক্যাম্পে গিয়ে হাজ্বিদের প্রশিক্ষণ দেন আর মুবাল্লিগা ইসলামি বোনেরা মহিলা হাজ্বিদের প্রশিক্ষণ দেন। আলহামদুলিল্লাহ! এই মজলীসের আওতায় হজ্ব ও যিয়ারতে মদীনার জন্য মক্কা মদীনায় গমনকারীদের আমিরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত কিতাব “রফিকুল হারামাইন” এবং “রফিকুল মু’তামিরাইন” ও উপহার দেওয়া হয় যাতে আল্লাহর ঘরের