Book Name:Ya ALLAH Mein Hazir Hon
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং সবকিছু থেকে বিচ্ছন্ন হয়ে তারই দিকে মনোনিবেশ করে থাকুন।
বান্দা আমরা কি বলবো? لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত।
মোটকথা...আল্লাহ করীম তাঁর বান্দাকে যত বিধিবিধান ইরশাদ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, বান্দা প্রত্যেকদিন সকালে উঠে এর বহিঃপ্রকাশ ঘটাবে সেটা স্বীকার করে বলবে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْكঅর্থাৎ আল্লাহ পাক তোমার যত বিধিবিধান রয়েছে আমি সকলের উপর মস্তক অবনত করছি, তুমি যত বিষয়ে আমাকে নিষেধ করেছো সব গুলো মানছি। আল্লাহ পাক আমাদেরকে মোস্তফার শিক্ষা অনুসারে প্রতিদিন সকালে এই দোয়া পড়ার এবং সঠিকভাবে এর চাহিদানুরুপ আমল করার তাওফীক দান করুন।
কার্যতভাবে আল্লাহর সামনে মস্তক অবনত করার বরকত:
হে আশিকানে রাসূল! আল্লাহ পাক আমাদের প্রতিপালক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, আমরা যে দেখছি তা তাঁর দানকৃত চোখ দ্বারাই দেখছি, শুনছি তো তাঁর দানকৃত কান দ্বারাই শুনছি, ধরছি তো তাঁর দানকৃত হাত দ্বারাই ধরছি। তিনি শ্বাস প্রশ্বাসের মত নেয়ামত দান করেছেন, তিনি চলার শক্তি দান করেছেন, তিনি আমাদের জন্য জমীনের বিছানা বিছিয়েছেন, তিনি নীল আসমানকে ছাদ বানিয়েছেন, আমাদের প্রতিপালক রহমান ও রহীম, যিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, বীজ থেকে গাছ বানিয়ে আমাদেরকে ফল দান করেন, তিনিই আমাদেরকে হাজার, হাজার, লক্ষ, লক্ষ, কোটি, কোটি এমনকি এত নেয়ামত দান করেছেন যে, আমরা যদি গণনা করতেও চায় তাও পারবো না। অনুমান করুন! যে রাব্বে করীম না চাইতেই আমাদেরকে দান করেন, যখন আমরা এই রাব্বে রাহমানের বিধিবিধানের সামনে মাথা নত করবো তখন ঐ দয়ালু আল্লাহ আমাদেরকে কেমন কেমন দয়া করবেন।
হযরত বিকর বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন পূর্বের লোকদের মধ্যে একজন বাদশাহ ছিলো, যে অমুসলিমও ছিলো এবং অত্যন্ত জালিম ছিলো। ঐ যুগে যারা ঈমানদার ছিলো